১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে নারী সহযোগীসহ ডাকাত আবুল খায়ের আটক

সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার
  • সময় ০৮:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 4

ডাকাত আবুল খায়ের আটক

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে আটক হলো কুখ্যাত ডাকাত আবুল খায়ের। এসময় তার নারী সহযোগী কোহিনূরকেও আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ও লামারপাড়ায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তারা আটক হয়। এ অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডসসহ দুটি সেকশন অংশগ্রহণ করে।

অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কুখ্যাত ডাকাত আবুল খায়ের একটি জলাশয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর স্পেশাল ফোর্সসহ নৌসদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে তার দেয়া তথ্যমতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগুনা নামক এলাকার এক বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইয়াবা ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ তার সহযোগী কোহিনূর নামক এক নারী মাদক কারবারীকে আটক করা হয়। পরবর্তীতে মাদক ও অস্ত্রসহ আকটকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

থানা সূত্র জানায়, আটককৃত শীর্ষ ডাকাত বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালান ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।

শেয়ার করুন

টেকনাফে নারী সহযোগীসহ ডাকাত আবুল খায়ের আটক

সময় ০৮:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে আটক হলো কুখ্যাত ডাকাত আবুল খায়ের। এসময় তার নারী সহযোগী কোহিনূরকেও আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ও লামারপাড়ায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তারা আটক হয়। এ অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডসসহ দুটি সেকশন অংশগ্রহণ করে।

অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কুখ্যাত ডাকাত আবুল খায়ের একটি জলাশয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর স্পেশাল ফোর্সসহ নৌসদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে তার দেয়া তথ্যমতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগুনা নামক এলাকার এক বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইয়াবা ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ তার সহযোগী কোহিনূর নামক এক নারী মাদক কারবারীকে আটক করা হয়। পরবর্তীতে মাদক ও অস্ত্রসহ আকটকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

থানা সূত্র জানায়, আটককৃত শীর্ষ ডাকাত বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালান ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।