০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক
  • সময় ০৪:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 18

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

লাহোরের আকাশ বৃহস্পতিবার বৃষ্টিতে সিক্ত হলেও শুক্রবার ম্যাচ শুরুর আগ পর্যন্ত আর বৃষ্টি হয়নি। ফলে মাঠ ছিল খেলার উপযোগী, এবং নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টসে জয়ী হয়ে আফগানিস্তান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে আফগানিস্তান টস জিতে ব্যাটিং করেই বড় সংগ্রহ গড়ে। তাই আজকের ম্যাচেও একই কৌশল অনুসরণ করছে তারা। শেষ চারে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন আফগানদের। অন্যদিকে, পরাজয়ের মানে হবে আসর থেকে বিদায়।

আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহেদী জানান, উইকেট ভালো ও ব্যবহৃত হওয়ায় শুরুতে ব্যাটিং করা সুবিধাজনক মনে হয়েছে। দ্বিতীয় ইনিংসে উইকেট ধীর হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও সম্ভবত ব্যাটিং নিতেই চাইতেন, কারণ আবহাওয়া এখনও অনিশ্চিত।

দুই দলের একাদশ

অস্ট্রেলিয়া: ম্যাথু শট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জস ইংলিশ, অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারসুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পিনার জনসন।

আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সাদেকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, রশিদ খান, নুর আহমেদ, ফজলহক ফারুকি।

শেয়ার করুন

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

সময় ০৪:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

লাহোরের আকাশ বৃহস্পতিবার বৃষ্টিতে সিক্ত হলেও শুক্রবার ম্যাচ শুরুর আগ পর্যন্ত আর বৃষ্টি হয়নি। ফলে মাঠ ছিল খেলার উপযোগী, এবং নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টসে জয়ী হয়ে আফগানিস্তান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে আফগানিস্তান টস জিতে ব্যাটিং করেই বড় সংগ্রহ গড়ে। তাই আজকের ম্যাচেও একই কৌশল অনুসরণ করছে তারা। শেষ চারে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন আফগানদের। অন্যদিকে, পরাজয়ের মানে হবে আসর থেকে বিদায়।

আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহেদী জানান, উইকেট ভালো ও ব্যবহৃত হওয়ায় শুরুতে ব্যাটিং করা সুবিধাজনক মনে হয়েছে। দ্বিতীয় ইনিংসে উইকেট ধীর হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও সম্ভবত ব্যাটিং নিতেই চাইতেন, কারণ আবহাওয়া এখনও অনিশ্চিত।

দুই দলের একাদশ

অস্ট্রেলিয়া: ম্যাথু শট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জস ইংলিশ, অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারসুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পিনার জনসন।

আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সাদেকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, রশিদ খান, নুর আহমেদ, ফজলহক ফারুকি।