০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঝাউদিয়া থানা বাস্তাবায়নের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ০১:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / 53

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

কুষ্টিয়ার ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। মঙ্গলবার(০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সদর উপজেলার বৃত্তিপাড়া বাজারে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির ব্যানারে সড়ক অবরোধ করছেন তারা।

এতে ঝাউদিয়াসহ আশপাশের ৬টি ইউনিয়নের কয়েকহাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

এসময় ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আহবায়ক হায়াত আলী বিশ্বাস বলেন, ঝাউদিয়া থানা বাস্তবায়নের সকল কার্যক্রম সমাপ্ত হলেও থানা উদ্বোধনে নানা গাফিলতি করা হচ্ছে। তাই আজ আমরা ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়া ইমন রুবেল বলেন, ঝাউদিয়া থানা স্থাপনের সব বিষয় নির্ধারণ হওয়ার পরও পুলিশ সুপার দিনের পর দিন বিষয়টি ঝুলিয়ে রাখছেন। আজকের আন্দোলনে দায় তাদেরই নিতে হবে।

এবিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, থানা স্থানান্তরের জন্য বেশ কিছু প্রক্রিয়া আছে। অবকাঠামো নির্মাণের ব্যাপার আছে। সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার। ব্যাপারটা তাদের বুঝতে হবে।

এদিকে গুরুত্বপূর্ণ কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধের ফলে সড়কের দুই পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

শেয়ার করুন

ঝাউদিয়া থানা বাস্তাবায়নের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

সময় ০১:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫

কুষ্টিয়ার ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। মঙ্গলবার(০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সদর উপজেলার বৃত্তিপাড়া বাজারে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির ব্যানারে সড়ক অবরোধ করছেন তারা।

এতে ঝাউদিয়াসহ আশপাশের ৬টি ইউনিয়নের কয়েকহাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

এসময় ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আহবায়ক হায়াত আলী বিশ্বাস বলেন, ঝাউদিয়া থানা বাস্তবায়নের সকল কার্যক্রম সমাপ্ত হলেও থানা উদ্বোধনে নানা গাফিলতি করা হচ্ছে। তাই আজ আমরা ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়া ইমন রুবেল বলেন, ঝাউদিয়া থানা স্থাপনের সব বিষয় নির্ধারণ হওয়ার পরও পুলিশ সুপার দিনের পর দিন বিষয়টি ঝুলিয়ে রাখছেন। আজকের আন্দোলনে দায় তাদেরই নিতে হবে।

এবিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, থানা স্থানান্তরের জন্য বেশ কিছু প্রক্রিয়া আছে। অবকাঠামো নির্মাণের ব্যাপার আছে। সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার। ব্যাপারটা তাদের বুঝতে হবে।

এদিকে গুরুত্বপূর্ণ কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধের ফলে সড়কের দুই পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।