জেনে নিন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ | Bangla Affairs
১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জেনে নিন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

নিউজ ডেস্ক
  • সময় ১০:২২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / 29

ঈদুল আজহা

পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাত। ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, আগামী ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

শুক্রবার (৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ বলছে, হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে আগামী ২৭ মে সন্ধ্যায়। আর ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে স্থানীয় সময় ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদ দেখা যাবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে।

যদি জ্যোতির্বিদ্যার পূর্বাভাস সঠিক হয় তাহলে ৫ জুন (বৃহস্পতিবার) হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন শুক্রবার পবিত্র ঈদুল আজহা হবে।

তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে জিলহজ শুরু ২৯ মে, যার ফলে ঈদুল আযহা শুক্রবারের পরিবর্তে ৭ জুন শনিবারে উদযাপিত হবে।

যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ হয় সে হিসেবে ৭ অথবা ৮ জুন বাংলাদেশের মানুষ ঈদ পালন করবেন।

শেয়ার করুন

জেনে নিন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

সময় ১০:২২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাত। ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, আগামী ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

শুক্রবার (৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ বলছে, হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে আগামী ২৭ মে সন্ধ্যায়। আর ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে স্থানীয় সময় ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদ দেখা যাবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে।

যদি জ্যোতির্বিদ্যার পূর্বাভাস সঠিক হয় তাহলে ৫ জুন (বৃহস্পতিবার) হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন শুক্রবার পবিত্র ঈদুল আজহা হবে।

তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে জিলহজ শুরু ২৯ মে, যার ফলে ঈদুল আযহা শুক্রবারের পরিবর্তে ৭ জুন শনিবারে উদযাপিত হবে।

যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ হয় সে হিসেবে ৭ অথবা ৮ জুন বাংলাদেশের মানুষ ঈদ পালন করবেন।