ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জুমার নামাজে যাওয়ার পথে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সময় ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
  • / 65

নিহত জাহাঙ্গীর আলম

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও কয়েকজন আহত হয়েছে।

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলম আজ জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েক দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেয় তারা। পরে গুলি করে। এসময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার মুখে পড়ে।

জাহাঙ্গীরকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা জাহাঙ্গীর মৃত বলে ঘোষণা করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চোধুরী বলেন, ‘গুলিতে এক ব্যক্তি নোয়াপাড়ায় মারা গেছেন। কী কারণে এই হত্যাকাণ্ড সেটা বের করার চেষ্টা চলছে। পুলিশের একটা টিম ঘটনাস্থলে গেছে।’

প্রসঙ্গত, রাউজানে সাম্প্রতিক সময়ে বিএনপির দুই পক্ষের প্রায় গোলাগুলি ও সংঘর্ষ হচ্ছে। তবে, নিহত জাহাঙ্গীর কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে জানিয়েছে স্থানীয়রা।

শেয়ার করুন

জুমার নামাজে যাওয়ার পথে গুলি করে হত্যা

সময় ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও কয়েকজন আহত হয়েছে।

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলম আজ জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েক দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেয় তারা। পরে গুলি করে। এসময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার মুখে পড়ে।

জাহাঙ্গীরকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা জাহাঙ্গীর মৃত বলে ঘোষণা করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চোধুরী বলেন, ‘গুলিতে এক ব্যক্তি নোয়াপাড়ায় মারা গেছেন। কী কারণে এই হত্যাকাণ্ড সেটা বের করার চেষ্টা চলছে। পুলিশের একটা টিম ঘটনাস্থলে গেছে।’

প্রসঙ্গত, রাউজানে সাম্প্রতিক সময়ে বিএনপির দুই পক্ষের প্রায় গোলাগুলি ও সংঘর্ষ হচ্ছে। তবে, নিহত জাহাঙ্গীর কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে জানিয়েছে স্থানীয়রা।