ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিক কল্যাণ ফেডারেশনের জালিয়াপালং ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সময় ১০:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 14

জালিয়াপালং ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, “মানুষের তৈরি আইন দ্বারা শ্রমিক শোষণ মুক্তি সম্ভব নয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া শ্রমিক শোষণ থেকে মুক্তি পাওয়া যাবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক ও মালিকের মধ্যে কোনো বৈষম্য থাকবে না।”

সম্মেলনে মাওলানা নুর আহমদ আনোয়ারী আরও বলেন, “নতুন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শ্রমিকদের এক হয়ে এগিয়ে আসা প্রয়োজন। সব নাগরিককে সমান মর্যাদা ও অধিকার দেওয়া হবে। অতীতে শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা হয়েছে, যা শ্রমিকদের অধিকার ক্ষুন্ন করেছে।”

তিনি বলেন, “দেশের ৭০ ভাগ মানুষ বিভিন্ন শ্রমের সাথে জড়িত থাকার পরেও চিকিৎসা, শিক্ষা এবং আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

উক্ত সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জালিয়াপালং ইউনিয়ন শাখার সভাপতি এম জসিম উদ্দিন বাবুলের সভাপতিত্বে এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সভাপতি শামশুল আলম বাহাদুর। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, উখিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল হক জিসানসহ আরও অনেকে।

শেয়ার করুন

শ্রমিক কল্যাণ ফেডারেশনের জালিয়াপালং ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

সময় ১০:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, “মানুষের তৈরি আইন দ্বারা শ্রমিক শোষণ মুক্তি সম্ভব নয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া শ্রমিক শোষণ থেকে মুক্তি পাওয়া যাবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক ও মালিকের মধ্যে কোনো বৈষম্য থাকবে না।”

সম্মেলনে মাওলানা নুর আহমদ আনোয়ারী আরও বলেন, “নতুন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শ্রমিকদের এক হয়ে এগিয়ে আসা প্রয়োজন। সব নাগরিককে সমান মর্যাদা ও অধিকার দেওয়া হবে। অতীতে শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা হয়েছে, যা শ্রমিকদের অধিকার ক্ষুন্ন করেছে।”

তিনি বলেন, “দেশের ৭০ ভাগ মানুষ বিভিন্ন শ্রমের সাথে জড়িত থাকার পরেও চিকিৎসা, শিক্ষা এবং আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

উক্ত সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জালিয়াপালং ইউনিয়ন শাখার সভাপতি এম জসিম উদ্দিন বাবুলের সভাপতিত্বে এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সভাপতি শামশুল আলম বাহাদুর। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, উখিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল হক জিসানসহ আরও অনেকে।