জামালপুর যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ
- সময় ০১:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
- / 105
জামালপুর জেলার সদর উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক নীতি ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের মাধ্যমে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন এমন অভিযোগ উঠেছে। এতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দীয় যুবদল।
ওই দুই নেতা হলেন-মো. শফিকুল ইসলাম শফিক, আহ্বায়ক-সদর উপজেলা যুবদল, ও মো. শফিকুল ইসলাম শফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক-সদর উপজেলা যুবদল, জামালপুর৷
১৩ জানুয়ারি মিনহাজ ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আপনারা উপজেলা যুবদলের যথাক্রমে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও সাংগঠনিক নীতি ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের মাধ্যমে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
এমতাবস্থায়, সংগঠন বিরোধী এহেন কর্মকান্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী তিন (০৩) দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো।
তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ তা চিঠিতে বলা হয়নি
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited