জামালপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- সময় ০৮:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারি ২০২৫
- / 33
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষ্যে সামবেশ ও র্যালীর আয়োজন করে জেলা ছাত্রদল।
শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদল সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সহ সভাপতি রুকনুজ্জামান রুকন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমাদের দাবী অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করতে হবে।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited