আইনজীবী সমিতির সভাপতির জামিন নামঞ্জুর করায় ক্ষোভ
জামালপুরে আইনজীবীদের আদালত বর্জন

- সময় ০৭:৫৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
- / 119
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।
জামিন আবেদন নামঞ্জুরের পর ক্ষুব্ধ আইনজীবীরা আদালতের কার্যক্রম বর্জন করেন। ফলে জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে আইনি সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।
মঙ্গলবার সকালে জামালপুর সদর থানা পুলিশ আমান উল্লাহ আকাশকে আদালতে সোপর্দ করে। তার বিরুদ্ধে গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। পরে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

জামিন আবেদন নাকচ হওয়ার সঙ্গে সঙ্গেই আদালতে উপস্থিত আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করে আদালত বর্জনের ঘোষণা দেন। বিষয়টি জানাজানি হলে জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে মন্তব্য জানতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্টুর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা ও দায়রা জজের বিদায় সংবর্ধনা শেষে বাসায় ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনী আমান উল্লাহ আকাশকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনজীবী মহলে চরম উত্তেজনা বিরাজ করছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited