জামালপুরের মাদারগঞ্জে মারাথন আয়োজন

- সময় ১০:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / 87
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মানবিক উন্নয়ন ভাবনা নামে একটি সংগঠন এই ম্যারাথনের আয়োজন করে। ২৮ ডিসেম্বর শনিবার মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির শাহ মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ম্যারাথন উদ্বোধন করেন।

এতে বিভিন্ন বয়সের দেড় শতাধিক অ্যাথলেট অংশ নেয়, উপজেলার বিভিন্ন সড়কে ছয় কিলোমিটার পথ প্রদক্ষিণ করে পুনরায় স্টার্টিং পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে মাদারগঞ্জ এ এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় মাদারগঞ্জ ছায়া নীড় সংঘের সভাপতি আইয়ুব আলী খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন তালুকদার লেমনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দুরে রাখতে এবং তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য গঠনে ম্যারাথন আয়োজন করা হয়েছে। সকলের সহযোগীতায় ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited