জামায়াতে আমীরের কুষ্টিয়া আগমন নিয়ে সংবাদ সম্মেলন | Bangla Affairs
০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতে আমীরের কুষ্টিয়া আগমন নিয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ০৫:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
  • / 57

সংবাদ সম্মেলন

দীর্ঘ ১৮ বছর পর কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সমাবেশে আসছে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।

আগামী ৪ই জানুয়ারি সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কর্মী সমাবেশে বক্তব্য রাখবেন এমন তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল হাশেম।

এছাড়াও তার আগে ৩ জানুয়ারি কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে সুধী সমাবেশেও বক্তব্য রাখবেন ডাঃ শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল তিন টার সময় কুষ্টিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

সে সময় জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম বলেন, আগামী ৪ তারিখের কর্মী সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ৪ লাখ মানুষের সমাগম ঘটবে। সেসব বিষয় চিন্তা করেই ইতিমধ্যেই শৃঙ্খলাসহ সব বিষয়ের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে।

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদারের সঞ্চালনায় এ সময়ও আরো উপস্থিত ছিলেন,  জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা সরকারী সেক্রেটারী রফিক উদ্দিন, খাইরুল ইসলাম রবিন, শহর আমীর এনামুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

শেয়ার করুন

জামায়াতে আমীরের কুষ্টিয়া আগমন নিয়ে সংবাদ সম্মেলন

সময় ০৫:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫

দীর্ঘ ১৮ বছর পর কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সমাবেশে আসছে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।

আগামী ৪ই জানুয়ারি সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কর্মী সমাবেশে বক্তব্য রাখবেন এমন তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল হাশেম।

এছাড়াও তার আগে ৩ জানুয়ারি কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে সুধী সমাবেশেও বক্তব্য রাখবেন ডাঃ শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল তিন টার সময় কুষ্টিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

সে সময় জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম বলেন, আগামী ৪ তারিখের কর্মী সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ৪ লাখ মানুষের সমাগম ঘটবে। সেসব বিষয় চিন্তা করেই ইতিমধ্যেই শৃঙ্খলাসহ সব বিষয়ের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে।

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদারের সঞ্চালনায় এ সময়ও আরো উপস্থিত ছিলেন,  জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা সরকারী সেক্রেটারী রফিক উদ্দিন, খাইরুল ইসলাম রবিন, শহর আমীর এনামুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।