০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতের প্রতি বিএনপির অবিশ্বাস কেন?

বিশেষ প্রতিনিধি
  • সময় ১০:৪২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 50

জামায়াতের প্রতি বিএনপির অবিশ্বাস কেন

দীর্ঘ প্রায় আড়াই দশকের সম্পর্কে ছেদ পড়েছে বিএনপি ও জামায়াতের মধ্যে। দল দুটির নেতাদের কেউই এখন আর কাউকে বিশ্বাস করছেন না।
অবিশ্বাসের সূত্রপাত মূলত শেখ হাসিনার শাসনের শেষদিকে শুরু হয়েছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর এই বিরোধ আরও প্রকট হয়ে দেখা দিয়েছে।

নতুন করে আগামী নির্বাচন ইস্যুতে দল দুটির মধ্যে মতবিরোধ প্রকাশ্য হয়ে উঠেছে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে- এ নিয়ে চলছে কথার যুদ্ধ। বিএনপি চাচ্ছে আগে জাতীয় নির্বাচন; অন্যদিকে জামায়াত বলছে আগে সংস্কার।

জামায়াত আগে সংস্কারের কথা বললেও দলটি ইতোমধ্যে সারাদেশে তাদের প্রার্থী ঘোষণা করেছে এ নিয়ে বিএনপির সন্দেহ আরো বেড়েছে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে দল দুটি। বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না। আর জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে।

নানা ইস্যুতে বিএনপি-জামায়াতের বিবাদ এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে, দল দুটির নেতারা এখন কোনো না কোনো বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য-বিবৃতি দিচ্ছেন।
জামায়াত বলেছে, প্রয়োজনীয় সংস্কারের যতটা সময় প্রয়োজন হবে, সেই সময় সরকারকে তারা দেবে। আর বিএনপি অবস্থান হচ্ছে, প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।

বিএনপির বিশ্বাস ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে দলটি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে। সেটা যাতে না হয়, সেজন্যই জামায়াত ‘নির্বাচন প্রলম্বিত করতে’ নানা ধরনের তৎপরতা শুরু করেছে।

এছাড়া বিভিন্ন প্রকাশ্য সমাবেশে জামায়াত নেতারা বিএনপিকে আক্রমণ করে নানা ধরনের বক্তব্য দিয়েছেন ৫ আগস্টের পর। এ নিয়েও ক্ষুব্ধ বিএনপির নেতারা।
এছাড়াও দল দুটির মাঝে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে মতবিরোধ, জামায়াতের নেতৃত্বে ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোট, ছাত্রদের নতুন দল গঠনের তৎপরতার মতো ইস্যুগুলো নিয়েও মত বিরোধ রয়েছে।

বিএনপির একটি বড় অংশ মনে করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও সংগঠক প্রায়শ বিএনপি ও বিএনপির নেতৃত্বকে ঘিরে যেসব ‘তির্যক’ মন্তব্য করে থাকেন তাতে জামায়াতের ‘আশকারা’ রয়েছে।

এর মধ্যে জামায়াত ধর্মভিত্তিক অন্য দলগুলোকে নিয়ে একটি জোট গড়ার উদ্যোগ নিলেও সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে আসছে বিএনপির পাল্টা উদ্যোগের কারণে।জামায়াত যোগাযোগ করেছে এমন আরও কিছু ধর্মভিত্তিক দলের সাথে বিএনপি এর মধ্যেই কয়েক দফা বৈঠক করেছে।

শেয়ার করুন

জামায়াতের প্রতি বিএনপির অবিশ্বাস কেন?

সময় ১০:৪২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

দীর্ঘ প্রায় আড়াই দশকের সম্পর্কে ছেদ পড়েছে বিএনপি ও জামায়াতের মধ্যে। দল দুটির নেতাদের কেউই এখন আর কাউকে বিশ্বাস করছেন না।
অবিশ্বাসের সূত্রপাত মূলত শেখ হাসিনার শাসনের শেষদিকে শুরু হয়েছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর এই বিরোধ আরও প্রকট হয়ে দেখা দিয়েছে।

নতুন করে আগামী নির্বাচন ইস্যুতে দল দুটির মধ্যে মতবিরোধ প্রকাশ্য হয়ে উঠেছে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে- এ নিয়ে চলছে কথার যুদ্ধ। বিএনপি চাচ্ছে আগে জাতীয় নির্বাচন; অন্যদিকে জামায়াত বলছে আগে সংস্কার।

জামায়াত আগে সংস্কারের কথা বললেও দলটি ইতোমধ্যে সারাদেশে তাদের প্রার্থী ঘোষণা করেছে এ নিয়ে বিএনপির সন্দেহ আরো বেড়েছে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে দল দুটি। বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না। আর জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে।

নানা ইস্যুতে বিএনপি-জামায়াতের বিবাদ এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে, দল দুটির নেতারা এখন কোনো না কোনো বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য-বিবৃতি দিচ্ছেন।
জামায়াত বলেছে, প্রয়োজনীয় সংস্কারের যতটা সময় প্রয়োজন হবে, সেই সময় সরকারকে তারা দেবে। আর বিএনপি অবস্থান হচ্ছে, প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।

বিএনপির বিশ্বাস ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে দলটি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে। সেটা যাতে না হয়, সেজন্যই জামায়াত ‘নির্বাচন প্রলম্বিত করতে’ নানা ধরনের তৎপরতা শুরু করেছে।

এছাড়া বিভিন্ন প্রকাশ্য সমাবেশে জামায়াত নেতারা বিএনপিকে আক্রমণ করে নানা ধরনের বক্তব্য দিয়েছেন ৫ আগস্টের পর। এ নিয়েও ক্ষুব্ধ বিএনপির নেতারা।
এছাড়াও দল দুটির মাঝে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে মতবিরোধ, জামায়াতের নেতৃত্বে ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোট, ছাত্রদের নতুন দল গঠনের তৎপরতার মতো ইস্যুগুলো নিয়েও মত বিরোধ রয়েছে।

বিএনপির একটি বড় অংশ মনে করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও সংগঠক প্রায়শ বিএনপি ও বিএনপির নেতৃত্বকে ঘিরে যেসব ‘তির্যক’ মন্তব্য করে থাকেন তাতে জামায়াতের ‘আশকারা’ রয়েছে।

এর মধ্যে জামায়াত ধর্মভিত্তিক অন্য দলগুলোকে নিয়ে একটি জোট গড়ার উদ্যোগ নিলেও সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে আসছে বিএনপির পাল্টা উদ্যোগের কারণে।জামায়াত যোগাযোগ করেছে এমন আরও কিছু ধর্মভিত্তিক দলের সাথে বিএনপি এর মধ্যেই কয়েক দফা বৈঠক করেছে।