০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় সংগীত বিকৃতকারী টিকটকার যুবলীগ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  • সময় ১১:২৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 54

জাতীয় সংগীত বিকৃতকারী টিকটকার যুবলীগ কর্মী আটক

বাংলাদেশের জাতীয় সংগীত বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও ছড়ানোর অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম মো. আলম মিয়া। তিনি নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে আলম মিয়া তার টিকটক অ্যাকাউন্টে জাতীয় সংগীতকে বিকৃত করে ভিডিও আপলোড করেন। পাশাপাশি, দেশের বর্তমান পরিস্থিতি ও প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি ও উসকানিমূলক বক্তব্য ছড়ান। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে পুলিশের।

এরপর নাগেশ্বরী থানার একটি চৌকস টিম সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা ও ডিআইও-১ মো. আলমগীর হোসেন বলেন, “জাতীয় সংগীত বিকৃত করা ও উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছিল আলম মিয়া। বিষয়টি নজরে আসার পরপরই আমরা তাকে চিহ্নিত করে দ্রুত আটক করি।”

বর্তমানে আলম মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

জাতীয় সংগীত বিকৃতকারী টিকটকার যুবলীগ কর্মী আটক

সময় ১১:২৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের জাতীয় সংগীত বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও ছড়ানোর অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম মো. আলম মিয়া। তিনি নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে আলম মিয়া তার টিকটক অ্যাকাউন্টে জাতীয় সংগীতকে বিকৃত করে ভিডিও আপলোড করেন। পাশাপাশি, দেশের বর্তমান পরিস্থিতি ও প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি ও উসকানিমূলক বক্তব্য ছড়ান। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে পুলিশের।

এরপর নাগেশ্বরী থানার একটি চৌকস টিম সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা ও ডিআইও-১ মো. আলমগীর হোসেন বলেন, “জাতীয় সংগীত বিকৃত করা ও উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছিল আলম মিয়া। বিষয়টি নজরে আসার পরপরই আমরা তাকে চিহ্নিত করে দ্রুত আটক করি।”

বর্তমানে আলম মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।