জাতি-বিদ্বেষ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ- সমাবেশ
- সময় ০১:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
- / 30
ঢাকায় সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর “স্টুডেন্টস ফর সভারেন্টির” বর্বর হামলা ও তার প্রতিবাদে সংক্ষুদ্ধ ছাত্র জনতার আয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিলে পুলিশী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও স্টুডেন্টস ফর সভারেন্টি নামক ফ্যাসিস্ট সংগঠনকে নিষিদ্ধের দাবিতে দীঘিনালাতে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ ১৮ ডিসেম্বর শুনিবার দীঘিনালা উপজেলা বাবুছড়া রোডে বাঘাইছড়ি দূঅর হতে বাবুছড়া কলেজ সংলগ্ন রাস্তায় চৌমুহনী মোড়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সাধারণ ছাত্র রিকন চাকমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন এলাকায় সাবেক মেম্বার কৃপা রঞ্জন চাকমাসহ এতে বক্তব্য রাখেন রিটেন চাকমা।
বক্তারা বলেন, পাহাড়ের সেনা ও সেটেলার কর্তৃক পাহাড়িদের নিজ জমি বেদখল করে নিয়ে থাকেন। প্রতিবাদ জানালে মিথ্যা মামলা দেখিয়ে হুমকি দেয়। বর্তমানে পাহাড় থেকে সেটেলার বাঙালি সমতলে পাহাড়িদের উপর নিপীড়ন -নির্যাতন শুরু করছে।রাষ্ট্রের ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেন।
এই বিষয়ে পাহাড়ি ছাত্র সমাজ ও সুশীল সমাজ এবং তরুণ প্রজন্মকে সচেতন থাকতে হবে বলেন। যুব সমাজ পক্ষ থেকে বক্তব্য রাখেন রিটেন চাকমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেনা ক্যাম্প প্রত্যাহারসহ সেটেলারদের সমতলে ফিরিয়ে নিতে দাবি জানান। স্টুডেন্টস ফর সভারেন্টি ও পুলিশী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে ফ্যাসিস্ট ও মৌলবাদী সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টিকে নিষিদ্ধ করা এবং পুলিশের ফ্যাসিস্ট আচরণ বন্ধ করার দাবি জানান। একই সাথে তিনি হামলায় আহতদের চিকিৎসার যাবতীয় খবর বহন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited