‘জয় বাংলা’র প্রতিবাদে মোংলায় বিক্ষোভ
- সময় ০৫:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / 57
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে দেয়ালে ‘জয় বাংলা‘ লিখনের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও যুবদল, ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। মঙ্গলবার ৩১ ডিসেম্বর দুপুরে পৌরসভার সামনে এ বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেন তারা।
গত ৫ আগষ্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। একই সাথে ছাত্রলীগ সহ আ’লীগের নেতাকর্মীরাও আত্নগোপন করে৷ সম্প্রতি বেশ কয়েকজন নেতাকর্মীদের মোংলা শহরে ঘোরাফেরা করতে দেখা গেছে। হঠাৎ করে সোমবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে মোংলা পৌর মার্কেটের দেয়ালসহ শহরের বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা’ লেখা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই স্লোগানটি দ্রুত লিখে চলে যায়। এরপর ফেসবুকে তা ছড়িয়ে পড়লে শহর জুড়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপি নেতাকর্মীদের মাঝে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ‘জয় বাংলা’ লিখাটি স্প্রে পেইন্ট ব্যবহার করে মুছে দেওয়া হয়। পরে দেওয়ালে ‘জয় বাংলা’ লেখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
এসময় বক্তব্য রাখেন যুবদল নেতা সুমন মল্লিক, রতন মাহমুদ রাজা , নয়ন আকন, স্বেচ্ছাসেবক দলের মো. মোহন উদ্দিন, নুর উদ্দিন টুটুল, রাহাত হোসেন মুন্না ও মীর সাগরসহ আরো অনেকে।
বক্তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রীগের এহেন কর্যকান্ডের প্রতিবাদ জানিয়ে প্রশাসনের মাধ্যমে খুঁজে বের করে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited