মসজিদের সাইনবোর্ডে লেখা
‘জয় বাংলার দিকে তাকালে চোখ তুলে নেওয়া হবে’

- সময় ০৬:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / 5
নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগরিবের নামাজের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে’ লেখা প্রদর্শিত হয়। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলেন।
স্থানীয়রা বলেন, ঈদের দিন বিএনপি ও সাধারণ মুসল্লির ওপর আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণের দুই দিনের মাথায় এমন ঘটনা জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে কিভাবে এ বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এ ঘটনা শোনার পর সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কিভাবে এটি ঘটল, তা এখনো বোঝা যাচ্ছে না।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি আমরা শুনেছি এবং খতিয়ে দেখছি। স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং প্রযুক্তিগত ত্রুটি নাকি কোনো উদ্দেশ্যপ্রণোদিত কাজ তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited