ছাত্রলীগ স্টাইলে কুয়েটে ছাত্রদলের হামলা

- সময় ১০:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
- / 84
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ ছাত্রলীগের স্টাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হামলা করেছে বলে সরাসরি অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
এ ঘটনায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় কুষ্টিয়া সরকারি কলেজ গেটে জড়ো হয়ে দুই সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মজমপুর গেটে সংক্ষিপ্ত সমাবেশে করে।
এসময় বিভিন্ন স্লোগান দিয়ে কুয়েট শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ছাত্রদলের নেতাদের বিচারের দাবিও জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, ছাত্রলীগ স্টাইলে কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রদলের নেতারা। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশের কোনো ক্যাম্পাসে আর ছাত্রলীগের মতো ফ্যাসিস্ট রাজনীতির প্রতিষ্ঠা হতে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited