ছাত্রলীগ সভাপতির নামাজরত মাকে কুপিয়ে হত্যা | Bangla Affairs
০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগ সভাপতির নামাজরত মাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়
  • সময় ০৭:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • / 2207

ছাত্রলীগ সভাপতি অমিতের সঙ্গে নিহত মা

পঞ্চগড়ের বোদায় অরিনা বেগম নামে এক নারীকে মাথায় আঘাত করে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নামাজরত অবস্থায় তাকে কুপিয়েছিল দুর্বৃত্তরা। বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ওয়াহিদ জামান অমিতের মা অরিনা বেগম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে।

খবর পেয়ে বোদা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই এলাকার আবুল কালামের স্ত্রী অরিনা বেগম (৪৫) নিজ ঘরে এশার নামাজ আদায় করছিলেন। এ সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে। পরে স্থানীয় বাজার থেকে বাড়ি থেকে ফিরে আবুল কালাম ঘরে স্ত্রীকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

বোদা থানা পুলিশের ওসি আজিম উদ্দীন বলেন, ঘটনার পর এলাকায় গিয়েছিলাম। প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় ধারালো ও সূক্ষ্ম অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

তবে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ওয়াহিদ জামান অমিত দাবি করেছেন, তাকে না পেয়ে তার মাকে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, অমিতের নামে মামলা থাকায় তিনি পলাতক।

শেয়ার করুন

ছাত্রলীগ সভাপতির নামাজরত মাকে কুপিয়ে হত্যা

সময় ০৭:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

পঞ্চগড়ের বোদায় অরিনা বেগম নামে এক নারীকে মাথায় আঘাত করে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নামাজরত অবস্থায় তাকে কুপিয়েছিল দুর্বৃত্তরা। বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ওয়াহিদ জামান অমিতের মা অরিনা বেগম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে।

খবর পেয়ে বোদা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই এলাকার আবুল কালামের স্ত্রী অরিনা বেগম (৪৫) নিজ ঘরে এশার নামাজ আদায় করছিলেন। এ সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে। পরে স্থানীয় বাজার থেকে বাড়ি থেকে ফিরে আবুল কালাম ঘরে স্ত্রীকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

বোদা থানা পুলিশের ওসি আজিম উদ্দীন বলেন, ঘটনার পর এলাকায় গিয়েছিলাম। প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় ধারালো ও সূক্ষ্ম অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

তবে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ওয়াহিদ জামান অমিত দাবি করেছেন, তাকে না পেয়ে তার মাকে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, অমিতের নামে মামলা থাকায় তিনি পলাতক।