ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদল নেতার ফলের দোকান ভাঙচুরের মামলায় ২৮ জন কারাগারে

নিউজ ডেস্ক
  • সময় ১০:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
  • / 19

ছাত্রদল নেতার ফলের দোকান ভাঙচুরের মামলায় ২৮ জন কারাগারে

নেত্রকোনায় ছাত্রদলের নেতার ফলের দোকান ভাঙচুরের মামলায় মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদারসহ ২৮ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেন আদালত। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার নেত্রকোনার চীফ জুডিসিয়িল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস. এম রাজিবুল হাসান তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার আসামি পক্ষের আইনজীবী দিদারুল হক চৌধুরী এসব তথ্য জানান।

মামলার সংক্ষিপ্ত বর্ণনা অনুযায়ী, জেলার মদন উপজেলার চানগাঁও গ্রামের ছাত্রদল নেতা মদন পৌরশহরে দীর্ঘদিন ধরে একটি ফলের দোকানে ব্যবসা করে আসছিলেন। সাবেক সরকারের আমলে ২০২২ সালের ২৩ এপ্রিল এই দোকানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালান।

পরবর্তী সময়ে এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর শামছুল হক বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ আরো ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি করেন।এ মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পেলেন।

রবিবার(১২ জানুয়ারি ) নেত্রকোনার বিচারিক আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন। সবাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

ছাত্রদল নেতার ফলের দোকান ভাঙচুরের মামলায় ২৮ জন কারাগারে

সময় ১০:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

নেত্রকোনায় ছাত্রদলের নেতার ফলের দোকান ভাঙচুরের মামলায় মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদারসহ ২৮ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেন আদালত। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার নেত্রকোনার চীফ জুডিসিয়িল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস. এম রাজিবুল হাসান তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার আসামি পক্ষের আইনজীবী দিদারুল হক চৌধুরী এসব তথ্য জানান।

মামলার সংক্ষিপ্ত বর্ণনা অনুযায়ী, জেলার মদন উপজেলার চানগাঁও গ্রামের ছাত্রদল নেতা মদন পৌরশহরে দীর্ঘদিন ধরে একটি ফলের দোকানে ব্যবসা করে আসছিলেন। সাবেক সরকারের আমলে ২০২২ সালের ২৩ এপ্রিল এই দোকানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালান।

পরবর্তী সময়ে এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর শামছুল হক বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ আরো ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি করেন।এ মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পেলেন।

রবিবার(১২ জানুয়ারি ) নেত্রকোনার বিচারিক আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন। সবাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।