ছয় বলে ৬ ছক্কা, পেরেরার পাশে নেই কেউ

- সময় ১০:৪৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / 30
৬ বলে ৬ ছক্কা হাঁকানোকে যেন অভ্যাসে পরিণত করেছেন শ্রীলংকার অলরাউন্ডার থিসারা পেরেরা। ২০২১ সালে প্রথমবার লিস্ট ‘এ’ ক্রিকেটে শ্রীলংকা আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে ৬ বলে ৬টি ছক্কা হাঁকান তিনি। এবার এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটরে আফগানিস্তান পাঠানসের বিপক্ষে ফের ৬ বলে ৬ ছক্কা মেরেছেন এই লংকান অলরাউন্ডার।
আর এতেই বিশ্বরেকর্ড হয়ে গেছে পেরেরার। প্রথম ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দুবার ৬ বলে ৬ ছক্কা মারার রেকর্ড গড়লেন তিনি। ফলে এই রেকর্ডে তার পাশে আর কেউ নেই।
আফগানিস্তান পাঠনস দলের স্পিনার আয়ান খানের করা ইনিংসের শেষ ওভারে ৬টি ছক্কা মেরেছেন পেরেরা। শুধু ওভারের প্রতিটি বলে ছক্কাই নয়, কাল সেঞ্চুরিও করেছেন পেরেরা। শ্রীলঙ্কা লায়ন্সের হয়ে খেলেছেন অপরাজিত ৩৬ বলে ১০৮ রানের ইনিংস।
একবার করে ওভারে ৬ ছক্কা মারার কীর্তি আছে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স, ভারতের রবি শাস্ত্রী ও যুবরাজ সিং, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ইংল্যান্ডের রস হোয়াইটলি, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, নিউজিল্যান্ডের লিও কার্টার, নেপালের দীপেন্দ্র সিং ঐরী ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রার।
এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি রয়েছে শুধু চারজনের। তারা হলেন- টি-টোয়েন্টিতে যুবরাজ সিং, কাইরন পোলার্ড ও দীপেন্দ্র সিং এবং ওয়ানডেতে হার্শেল গিবস।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited