ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চিন্ময় দাসের আসল পরিচয় ফাঁস করলো ইসকন!

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০২:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / 40

ইসকন চিন্ময় দাস

সময়ের আলোচিত নাম চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারী। যাকে বলা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)’র বাংলাদেশের নেতা। প্রকৃত অর্থে এবার ইসকন বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন চিন্ময় কৃষ্ণ দাসের প্রকৃত পরিচয় ও কর্মকান্ড ফাঁস করা হয়েছে। খোদ ইসকন বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম চন্দন কুমার ধর। তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করাও হয়েছিল।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সারাদেশে এমনকি বিশ্বে তিনি আলোচিত হয়েছেন চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতারের পর আদালতে ইসকনকে নিষিদ্ধের দাবি তোলা হয়। এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। যেখানে বলা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের কাজ ও বক্তব্য একান্তই তার নিজের। এর দায় ইসকন নেবে না।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ইসকনের সাধারণ সম্পদক চারু চন্দ্র দাস ব্রক্ষ্মচারী। এ সময় ভারতের মন্তব্যে সম্পৃক্ত না থাকার দাবিও করে সংগঠনটি।

হাইকোর্ট ইসকন
হাইকোর্ট ইসকন

ইসকনের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে, অনেক মাস আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ/পদবীসহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে, তাদের দ্বারা সংঘটিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়।’

চারু চন্দ্র বলেন, ‘গত ৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব, লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়।’

এরপরও দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে, যোগ করেন তিনি।

গত ২৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর তার মুক্তির দাবিতে বিক্ষোভ এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শেয়ার করুন

চিন্ময় দাসের আসল পরিচয় ফাঁস করলো ইসকন!

সময় ০২:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

সময়ের আলোচিত নাম চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারী। যাকে বলা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)’র বাংলাদেশের নেতা। প্রকৃত অর্থে এবার ইসকন বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন চিন্ময় কৃষ্ণ দাসের প্রকৃত পরিচয় ও কর্মকান্ড ফাঁস করা হয়েছে। খোদ ইসকন বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম চন্দন কুমার ধর। তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করাও হয়েছিল।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সারাদেশে এমনকি বিশ্বে তিনি আলোচিত হয়েছেন চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতারের পর আদালতে ইসকনকে নিষিদ্ধের দাবি তোলা হয়। এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। যেখানে বলা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের কাজ ও বক্তব্য একান্তই তার নিজের। এর দায় ইসকন নেবে না।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ইসকনের সাধারণ সম্পদক চারু চন্দ্র দাস ব্রক্ষ্মচারী। এ সময় ভারতের মন্তব্যে সম্পৃক্ত না থাকার দাবিও করে সংগঠনটি।

হাইকোর্ট ইসকন
হাইকোর্ট ইসকন

ইসকনের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে, অনেক মাস আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ/পদবীসহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে, তাদের দ্বারা সংঘটিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়।’

চারু চন্দ্র বলেন, ‘গত ৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব, লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়।’

এরপরও দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে, যোগ করেন তিনি।

গত ২৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর তার মুক্তির দাবিতে বিক্ষোভ এ সংঘর্ষের ঘটনা ঘটে।