চার শর্তে মিয়ানমারের ফিরতে প্রস্তুত টেকনাফের রোহিঙ্গারা
- সময় ০৭:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / 34
বাস্তুচ্যুত রোহিঙ্গারা শরনার্থী জীবন থেকে মুক্তি নিয়ে মিয়ানমারে ফিরে যেতে চান। তবে কমপক্ষে ৪ টি শর্ত পূরণ করলেই তারা নিজের দেশে ফিরে যাবেন, এমনটাই বাংলা অ্যাফেয়ার্সকে জানিয়েছেন টেকনাফ রোহিঙ্গা ২১ নং ক্যাম্পের একাধিক বাসিন্দা।
রোববার ২২ ডিসেম্বর কক্সবাজারে টেকনাফ, ক্যাম্প -২১ এ অবস্থিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার সময় তারা ৪ প্রকার দাবির কথা উল্লেখ করেছেন। দাবিগুলো হচ্ছে: ১.রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করতে হবে, ২. তাদের সবাইকে একইভাবে পড়াশোনার সুযোগ দিতেই হবে,৩. তাদের পুরনো জায়গা/জমি ফিরিয়ে দিতে হবে এবং ৪. আন্তর্জাতিক ভাবেই শক্ত আইন তৈরি করতে হবে। এই দাবি গুলো যথাযথ পদক্ষেপ নিলে তাদের যেতেই বাঁধা নেই।
টেকনাফের ২১ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আমিন ও মোহাম্মদ রেজাসহ আরো কয়েকজন একই সুরে বলেছেন, এর আগেও আরকান আর্মি এবংমিয়ানমার জান্তা সরকার তাদের দুই দুইবার রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে নিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকি এই চারটি শর্তও মানবে বলে কথা দিয়েছিল। কিন্তু এরকম দাবি মানবে বলে ১০-১৫ বছর পর পুনরায় নির্যাতন শুরু করে, এমন হলে তারা কখনো মিয়ানমারে যেতে ইচ্ছুক না।
রোহিঙ্গারা বলেন, তাদের পূর্ব পুরুষদেরকে বিভিন্ন সময় মিয়ানমারে ন্যাশনাল টি দেওয়ার কথা বলে বারবার কথা রাখেনি। বর্তমান বাংলাদেশের যারা রোহিঙ্গা অবস্থান করছে তারা এইসবে আর বিশ্বাসী নয়। তারা চায় আন্তর্জাতিকভাবে কঠিন একটা আইন তৈরি করার দাবি জানিয়েছেন। রোহিঙ্গারা মায়ানমারে নিরাপদ থাকে এবং সুস্থ বসবাস করতে পারে এমন একটি আইন চান তারা।
রোহিঙ্গার আরো বলেন, ২০১২ সাল থেকে তাদের পুনরায় নির্যাতন শুরু করেন মিয়ানমার সরকার। পরে ২০১৭ সালে আগস্টে বাংলাদেশে চলে আসেন তারা তখন থেকে তাদের শরীর বাংলাদেশে হলেও মন কিন্তু রয়ে গেছে মিয়ানমারে, তাই তারা আন্তর্জাতিকভাবে সঠিক একটা আইন চাই এবং নাগরিকত্ব নিয়ে মায়ানমারে ফিরিয়ে যেতে চাই।