চারজন ভিক্ষুকের হাতে ছাগল দিলেন যুগ্ম সচিব
- সময় ০৮:৪৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / 16
কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসনের কার্যক্রম পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব খোরশেদ আলম। এসময় তিনি “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় ৫ জন ভিক্ষুককের মধ্যে পুনর্বাসন উপকরণ হিসেবে ৪ জনকে ছাগল এবং একজনকে দোকানের মালামাল প্রদান করেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উখিয়া উপজেলা প্রশাসনের কার্যক্রম পরিদর্শনকালে উখিয়া সমাজসেবা অফিসের উদ্যোগে উক্ত উপকরণ বিতরণ করা হয়।
উখিয়ায় ভিক্ষুক পুনর্বাসন উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা প্রতিবন্ধী ফেডবরেশনের সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন পুনর্বাসনের জন্য দোকানের মালামাল পেয়ে উচ্ছ্বসিতস্বরে বলেন, “আমি অন্ধ মানুষ। আমাকে আর ভিক্ষা করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। এটা আমাদের জীবনের জন্য বড় পাওয়া।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন জানান, উপজেলার তালিকাভুক্ত ১১৯ জন ভিক্ষুক রয়েছে। ইতোমধ্যে নয় জনকে পুনর্বাসন করা হয়েছে। আজকে ৫ জনসহ মোট ১৪ জনকে পুনর্বাসন করা হলো। বাকীদের পর্যায়ক্রমে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, ভিক্ষুকদের নিড এ্যাসেসমেন্ট করা হয়েছে। নিড এ্যাসেসমেন্টের ভিত্তিতে ভিক্ষুকদের পুনর্বাসন করা হচ্ছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে পুনর্বাসিত ভিক্ষুকদের মনিটরিংয়ের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. খোরশেদ আলম উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসনের উদ্যোগের প্রসংশা করেন এবং এ খাতে বরাদ্দ বৃদ্ধির জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণের পরামর্শ দেন।