০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চলন্তবাসে ধর্ষণ: তিন দিন পর মামলা

নিজস্ব প্রতিবেদক, নাটোর
  • সময় ০১:৩৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • / 17

সংঘবদ্ধ ধর্ষণ (প্রতিকী ছবি)

ঢাকা-রাজশাহী রুটের একটি বাসে সংঘটিত ডাকাতি ও নারী যাত্রীদের ধর্ষণের ঘটনার তিন দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা ওমর আলী মামলাটি করেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ‘আমরি ট্রাভেলস’ নামের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রী ওমর আলীর বর্ণনামতে, রাত ১১টার দিকে বাসটি ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে। পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে একদল ডাকাত বাসে উঠে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। তারা কয়েকজনকে মারধর করে এবং প্রায় তিন ঘণ্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে লুটপাট চালায়। এ সময় তারা নারী যাত্রীদের শ্লীলতাহানিরও চেষ্টা করে।

ডাকাতেরা বাস থেকে নেমে যাওয়ার পর বাসচালক গন্তব্যে যেতে অস্বীকৃতি জানান। পরে যাত্রীদের চাপের মুখে তিনি বাস নিয়ে নাটোরের বড়াইগ্রাম থানার উদ্দেশে রওনা হন।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে যাত্রীরা বাসটি বড়াইগ্রাম থানায় নিয়ে যান। সেখানে পুলিশ বাসের চালক বাবলু আলী (৩০), সুপারভাইজার সুমন ইসলাম (৩৩) ও সহকারী মাহবুব আলমকে আটক করে এবং ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠায়। পরে তাঁরা জামিনে মুক্তি পান।

এই ঘটনার সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে। অবশেষে তিন দিন পর মির্জাপুর থানায় ডাকাতির ঘটনায় মামলা নেওয়া হয়। তবে মামলার বিবরণ এখনো জানা যায়নি।

শেয়ার করুন

চলন্তবাসে ধর্ষণ: তিন দিন পর মামলা

সময় ০১:৩৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা-রাজশাহী রুটের একটি বাসে সংঘটিত ডাকাতি ও নারী যাত্রীদের ধর্ষণের ঘটনার তিন দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা ওমর আলী মামলাটি করেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ‘আমরি ট্রাভেলস’ নামের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রী ওমর আলীর বর্ণনামতে, রাত ১১টার দিকে বাসটি ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে। পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে একদল ডাকাত বাসে উঠে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। তারা কয়েকজনকে মারধর করে এবং প্রায় তিন ঘণ্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে লুটপাট চালায়। এ সময় তারা নারী যাত্রীদের শ্লীলতাহানিরও চেষ্টা করে।

ডাকাতেরা বাস থেকে নেমে যাওয়ার পর বাসচালক গন্তব্যে যেতে অস্বীকৃতি জানান। পরে যাত্রীদের চাপের মুখে তিনি বাস নিয়ে নাটোরের বড়াইগ্রাম থানার উদ্দেশে রওনা হন।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে যাত্রীরা বাসটি বড়াইগ্রাম থানায় নিয়ে যান। সেখানে পুলিশ বাসের চালক বাবলু আলী (৩০), সুপারভাইজার সুমন ইসলাম (৩৩) ও সহকারী মাহবুব আলমকে আটক করে এবং ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠায়। পরে তাঁরা জামিনে মুক্তি পান।

এই ঘটনার সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে। অবশেষে তিন দিন পর মির্জাপুর থানায় ডাকাতির ঘটনায় মামলা নেওয়া হয়। তবে মামলার বিবরণ এখনো জানা যায়নি।