চলছে সৌদি ট্যুরিজমের নতুন ক্যাম্পেইন ‘রামাদান লাইটস’

- সময় ০৯:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 39
পবিত্র রমজান মাসে নতুন রূপে আবির্ভূত হয় সৌদি আরব যেখানে ঐতিহ্যের সঙ্গে সংমিশ্রণ ঘটে উদযাপনের। দেশটির এই অসাধারণ বিষয়টি বিশ্বের কাছে তুলে ধরতে তাদের পর্যটন কর্তৃপক্ষ নতুন একটি ক্যাম্পেইন চালু করেছে। এটি সৌদি আরবের জাতীয় ট্যুরিজম ব্র্যান্ড ‘সৌদি, আরব বিশ্বে স্বাগতম’ ব্র্যান্ডের ‘এই ভূমি আপনাকে ডাকছে’ শীর্ষক বৈশ্বিক ক্যাম্পেইনের দ্বিতীয় অধ্যায়। এই রামাদান লাইটস ক্যাম্পেইনের মাধ্যমে রমজান মাসে দেশটির ধর্মীয় ছাড়াও অন্যান্য গন্তব্য যেমন রিয়াদ, জেদ্দা, আলুলা এবং সৌদি লোহিত সাগরের বিভিন্ন পর্যটন আকর্ষণ উপভোগ করার জন্য ভিজিটরদের অনুপ্রাণিত করা হচ্ছে।
রমজান মাসে দিনের বেলা সৌদি আরব অনেকটা শান্ত ও শিথিল থাকলেও সুর্যাস্তের সাথে সাথে মনে হয় পুরো দেশটি নতুন করে জেগে ওঠে- শপিং মলগুলোতে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারনায় মুখরিত থাকে, প্রাণচঞ্চল হয়ে ওঠে বিভিন্ন খাবার ও অন্যান্য উৎসব স্টল। রাতের সৌদি আরব ভ্রমণকারীদের জন্য হয়ে ওঠে আকর্ষণীয় ও উপভোগ্য এক অভিজ্ঞতা। দেশটির ঐতিহাসিক শহর জেদ্দা, আল বালাদ, দিরিয়াহ ছাড়াও পর্যটকদের জন্য রয়েছে অনিন্দ্য সুন্দর স্থাপত্যের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় স্থাপনা।
দর্শনার্থীরা সৌদি লোহিত সাগরে বিভিন্ন স্পোর্টস ও বিনোদনে মেতে উঠতে পারেন অথবা জেদ্দা, আলুলা বা রিয়াদের বিভিন্ন হেরিটেজ সাইটে তাদের সময় কাটাতে পারেন। নারীদের জন্য অত্যন্ত নিরাপদ হিসেবে পরিচিত সৌদি আরব বিশ্বের পর্যটকদের মাঝে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে।

বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে ভ্রমণের জন্য সপ্তাহে ৫৯টি সরাসরি ফ্লাইট রয়েছে। বিমান, সৌদিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা, চট্রগ্রাম ও সিলেট থেকে এসকল ফ্লাইট পরিচালনা করছে। সৌদি আরব তাদের ভিসাও অনেক সহজ করে দিয়েছে ভিজিটরদের জন্য। ওমরাহ ভিসা নিয়ে বাংলাদেশীরা সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যেতে পারছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা শেনঝেনভুক্ত যেকোন দেশের ট্যুরিস্ট বা বিজনেস ভিসা রয়েছে এবং সেসকল দেশে অন্তত একবার প্রবেশ করেছে এমন বাংলাদেশী ভিজিটররা ই-ভিসা অথবা সৌদি বিমানবন্দরগুলোতে অন-এরাইভাল ভিসা পেতে পারেন। সৌদিয়ায় ভ্রমণ করলে বাংলাদেশীরা ৯৬ ঘন্টার স্টপওভার ভিসা পেতে পারেন। বর্তমানে ভিসা প্রদানের জন্য ঢাকায় দুটি এবং চট্রগ্রামে একটি ‘তাশির’ অফিস রয়েছে।
‘সৌদি, আরব বিশ্বে স্বাগতম’ একটি ভোক্তা ব্র্যান্ড যার উদ্দেশ্য হলো বিশ্বের দরবারে সৌদি আরবকে উপস্থাপনের মাধ্যমে পর্যটক আকর্ষন করা। আরব বিশ্বের হার্ট বলে পরিচিত সৌদি আরব সারা বছরব্যাপী পর্যটন গন্তব্য হিসেবে অতি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।