চট্টগ্রাম বন্দরে তেলবাহী আরেক জাহাজে আগুন।। নিহত ১ জন | Bangla Affairs
০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে তেলবাহী আরেক জাহাজে আগুন।। নিহত ১ জন

নিউজ ডেস্ক
  • সময় ০৫:৪৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • / 316

এক সপ্তাহের ব্যাবধানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন তেলবাহী ‘বাংলার সৌরভ’ নামের জাহাজে আগুন লেগেছে। এ ঘটনায় ৩৬ নাবিককে উদ্ধার করা হয়েছে, এখনও ১৪ নাবিক নিখোঁজ। এই দুর্ঘটনায় ইতোমধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরো বাড়তে পারে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে বন্দরের ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’- নামে আরেকটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লাগে। ওই ঘটনায় তিন জন মারা যান।

জানা গেছে, শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে ‘বাংলার সৌরভে’ আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় টহলরত কোস্টগার্ডের স্পিডবোট ‘মেটাল শার্ক’-কে সেখানে পাঠানো হয়। আগুন নেভাতে কোস্টগার্ডের একটি ফায়ার ফাইটিং টাগবোট রওনা দিয়েছে।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের ক্যাপ্টেন মো. জহিরুল হক বলেন, এখন পর্যন্ত ৩৬ নাবিককে উদ্ধার করা হয়েছে। জাহাজে মোট ৫০ জন নাবিক ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে ১৪ জন নাবিক সাগরে ঝাঁপিয়ে পড়েন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সাগরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে ফিরছিল বাংলার সৌরভ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বর্তমানে সেখানে কোস্টগার্ডের চারটি স্পিডবোট উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানান জহিরুল হক।

এদিকে এই ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। একই সঙ্গে উপদেষ্টা আকস্মিক দূর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নিমিত্ত তদন্ত কমিটি গঠনের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা প্রদান করেছেন।

শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরে তেলবাহী আরেক জাহাজে আগুন।। নিহত ১ জন

সময় ০৫:৪৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

এক সপ্তাহের ব্যাবধানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন তেলবাহী ‘বাংলার সৌরভ’ নামের জাহাজে আগুন লেগেছে। এ ঘটনায় ৩৬ নাবিককে উদ্ধার করা হয়েছে, এখনও ১৪ নাবিক নিখোঁজ। এই দুর্ঘটনায় ইতোমধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরো বাড়তে পারে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে বন্দরের ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’- নামে আরেকটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লাগে। ওই ঘটনায় তিন জন মারা যান।

জানা গেছে, শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে ‘বাংলার সৌরভে’ আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় টহলরত কোস্টগার্ডের স্পিডবোট ‘মেটাল শার্ক’-কে সেখানে পাঠানো হয়। আগুন নেভাতে কোস্টগার্ডের একটি ফায়ার ফাইটিং টাগবোট রওনা দিয়েছে।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের ক্যাপ্টেন মো. জহিরুল হক বলেন, এখন পর্যন্ত ৩৬ নাবিককে উদ্ধার করা হয়েছে। জাহাজে মোট ৫০ জন নাবিক ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে ১৪ জন নাবিক সাগরে ঝাঁপিয়ে পড়েন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সাগরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে ফিরছিল বাংলার সৌরভ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বর্তমানে সেখানে কোস্টগার্ডের চারটি স্পিডবোট উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানান জহিরুল হক।

এদিকে এই ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। একই সঙ্গে উপদেষ্টা আকস্মিক দূর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নিমিত্ত তদন্ত কমিটি গঠনের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা প্রদান করেছেন।