চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০ | Bangla Affairs
০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সময় ১১:৫৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 14

বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিলো মাইক্রোবাসটি। সকাল সোয়া ৭টার দিকে চুনতির জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের একটি বাসের সাথে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৭ জন। এ সময় পেছন থেকে সংঘর্ষ হয় আরও একটি মাইক্রোবাসের। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৩ জন।

আরিফুর রহমান বলেন, নিহতদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। নিহতদের সকলেই মাইক্রোবাসের আরোহী ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মনজুর হোসেন বলেন, নিহতদের মধ্যে একজন শিশু রয়েছেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এরআগে, ঈদের দিন একই জায়গায় বাস-মিনিবাস সংঘর্ষে ৫ জন নিহত হন।

শেয়ার করুন

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০

সময় ১১:৫৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিলো মাইক্রোবাসটি। সকাল সোয়া ৭টার দিকে চুনতির জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের একটি বাসের সাথে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৭ জন। এ সময় পেছন থেকে সংঘর্ষ হয় আরও একটি মাইক্রোবাসের। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৩ জন।

আরিফুর রহমান বলেন, নিহতদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। নিহতদের সকলেই মাইক্রোবাসের আরোহী ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মনজুর হোসেন বলেন, নিহতদের মধ্যে একজন শিশু রয়েছেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এরআগে, ঈদের দিন একই জায়গায় বাস-মিনিবাস সংঘর্ষে ৫ জন নিহত হন।