চটলেটের লোভে লাশ হয়ে ফিরলো পাঁচ বছরের শিশু
- সময় ০৯:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
- / 21
নিখোঁজের ৮ ঘণ্টা পর আল মুহাম্মদ হক আহাদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যার আগে দুইজন অজ্ঞাত ব্যক্তি চকলেটের লোভ দেখিয়ে আহাদ ও তার বন্ধুকে টেনে গাড়ীতে তুলতে চাইলে আহাদের বন্ধু দৌড়ে পালিয়ে যায়। তবে পালাতে পারেনি আহাদ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় খোঁজ লাগানো হয়। জানানো হয় পুলিশকে। পুলিশকে জানানোর কয়েক ঘন্টা পর রাত ১টার দিকে আহাদের মরদেহ পাওয়া যায় ডিসি পাহাড় এলাকার নিজ বাড়ির পাশেই একটি খালি প্লটের ভেতর। প্রতিবেশীরা মরদেহ দেখতে পেয়ে তাকে খবর দেন বলে উল্লেখ করেন আনোয়ারুল হক। লাশ হয়ে ফেরা আল মুহাম্মদ হক আহাদের হতভাগ্য পিতা আনোয়ারুল হক এভাবেই কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পরেন।
মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ডিসির পাহাড় এলাকার নিজ বাড়ির পাশের একটি খালি প্লটের মিলেছে এই মরদেহ। এদিন বিকাল ৫টা থেকে নিখোঁজ ছিল শিশুটি।
মৃত শিশু আল মুহাম্মদ হক আহাদ ওই এলাকার অনোয়ারুল হকের ছেলে। এবং স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের শিশু শ্রেণীর শিক্ষার্থী।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানিয়েছেন, মঙ্গলবার বিকাল ৫টার দিকে শিশু আহাদ নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। একপর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে শিশুটির নিথর দেহ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, শিশুটির গলায় চাপ দেয়ার চিহ্ন রয়েছে জানিয়েছে স্বজনরা। ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়ারগ পাশাপাশি মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
শোকে কাতর আহাদের চাচা মো. হানিফ জানান, নিথর দেহটি পাওয়ার পর দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার ঘন্টা তিনেক আগেই শিশুটি মারা গেছে বলে কর্তব্যরত চিকিৎসক তাদের নিশ্চিত করেন বলে উল্লেখ করেন হানিফ। আহাদের গলা ও মুখে আচড় এবং হাতে রক্তের দাগ ছিলো বলে জানান আহাদের চাচাতো ভাই মুহাম্মদ সাইফুল।
নিহত আহাদকে হারিয়ে পুরো জেলাতেই বিষয়টি নিয়ে সাধারণ অভিভাবকদের মধ্যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের পদক্ষেপ কামনা করেছেন তারা।