চকরিয়ায় ছাত্র জনতার মানববন্ধন
- সময় ১০:৪৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
- / 41
গরুচোর সিন্ডিকেটের হোতা, ইয়াবা ব্যবসায়ী নবী হোছাইন সহ তার অনুগতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছন চকরিয়ার ছাত্র জনতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজপথে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি প্রদর্শন এবং দক্ষিণ চট্টগ্রামে শীর্ষ গরুচোর সিন্ডিকেটের প্রধান, ইয়াবা, অবৈধ অস্ত্র ব্যবসা, ডাকাতি, ভুমিদস্যুতা, সন্ত্রাস ও চাঁদাবাজ চক্রের হোতা নবী হোছাইন প্রকাশ নইব্যা চোরা ও তার সহযোগিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার চকরিয়া পৌর শহরে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মাতামূহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিক দলের সভাপতি বেলাল উদ্দীন। এসময় নবী হোছন ও তার বাহিনীর হাত থেকে রক্ষা পেতে মানববন্ধনে প্রশাসনের কাছে বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন স্থানীয় চকরিয়াবাসী।
মানববন্ধনে উপস্থিত লোকজন জানায়, দীর্ঘদিন ধরে সন্ত্রাসের গডফাদার সাবেক এমপি জাফর আলমের ছত্র-ছায়ায় উপজেলার সাহারবিল কোরালখালী এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ গরুচোর নব্যা চোরা ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় লোকজনসহ পুরো দক্ষিণ চট্টগ্রামের সাধারণ মানুষ পরিত্রাণ পেতে চায়।
নব্যচোরার নির্যাতনের শিকার জেলা যুবদল নেতা কামাল উদ্দিন, মোকাদ্দেস,সাহারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখার যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ সিকদার,নজরুল ইসলাম,মামুনুর রশিদ মামুন, আবদু জলিলসহ মানববন্ধনে ভোক্তভোগিরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে গরুচোর সিন্ডিকেট প্রধান নবী হোছন ও তার বাহিনী সদস্যদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি করেন। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চিরিঙ্গা পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয় ।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: মনজুরুল কাদের ভুইয়াঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, নবী হোছাইসহ তার সহযোগিদের গ্রেফতার করার জন্য চলতি ১৭ জানুয়ারী তার বাড়ীতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নবীসহ তার সহযোগীরা পুলিশ ও স্থানীয়দের লক্ষ্যকরে গুলি ছুড়ে। এসময় স্থানীয় দুইজন গুলিবিদ্ধ হয়। তিনি আরো বলেন, নব্যাচোরা ও তার সহযোগিদের গ্রেফতার করতে পারলে ডাকাতি, গরু চুরি, ছিনতাই বন্ধ হয়ে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে নব্যচোরাসহ তার সিন্ডিকেট সদস্যরা অনেকাংশে দায়ী।
তবে মানববন্ধনে বক্তারা আরো বলেন পুলিশসহ যৌথবাহিনী তৎপর হলে চকরিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা খুব কঠিন কাজ নয়।তাই পুলিশকে আরো পেশাদারিত্ব হতে হবে বলে জানান বিক্ষোভদ্ধ জনতা।