ঘুষ নিয়ে সেবা না দেয়ার অভিযোগ থানার শ্রেষ্ঠ এসআইয়ের বিরুদ্ধে
- সময় ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / 59
জামালপুরের ইসলামপুর থানার শ্রেষ্ঠ এস আই এমদাদ (বিপি নং- ৭৯০০০২৩৩০২) এর বিরুদ্ধে অশালীন আচরণ ও ঘুষ নিয়ে সেবা দেইনি এমন অভিযোগ উঠেছে ।
ইসলামপুর থানার অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর নোয়ারপাড়া ইউনিয়নে তারতাপাড়া গ্রামে গাজী ফকিরের ছেলে আমাল উদ্দিন একই গ্রামে আহাজ্জল, জিয়াউল, শাহ আলম, ছামিউল সঙ্গে জমা-জমি নিয়ে বিরোধী হয়। উক্ত জমি বিরোধী জের ধরে আমাল উদ্দিনের গম রোপণের ক্ষেত আহাজ্জলরা নষ্ট করে।
তারপর আমাল উদ্দিন ইসলামপুর থানায় আহাজ্জলসহ চার জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওসি অভিযোগটি তদন্ত করার জন্য নোয়ারপাড়া ইউনিয়নের বিট পুলিশ এসআই এমদাদকে দেন। এখন পযর্ন্ত ঘটনা তদন্ত করে নাই এসআই এমদাদ।
আলাল উদ্দিন বলেন, ১৭ ডিসেম্বর ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি, এখন পযর্ন্ত কেউ থানা থেকে তদন্ত করতে আসে নাই। আমার কাছ থেকে এসআই এমদাদ ১ হাজার টাকাও নিয়েছে আসার জন্য। আসার তো দূরে কথা আরো উল্টা-পাল্টা কথা বলে। মনে হয় টাকা দেয়া কম হয়ে গেছে এজন্য আসতে দেরি করতেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নোয়ারপাড়া এক ব্যক্তি বলেন, ভেবে ছিলেম ৫ আগস্ট পর পুলিশ আর ঘুষ নিবে না এখন দেখি ঘটনা তদন্ত আসার আগেই পুলিশ ঘুষ নেই। ঐ এসআই ঘুষ ছাড়া কিছুই বুঝে না।
এলাকাবাসীর দাবি, পুলিশ থানায় বসে থাকলে সমাধান হবে না। কোন ঘটনা ঘটলে বা থানায় অভিযোগ হলে ঘটনা তদন্ত করে আসামীদের আইনের আওতায় আনতে হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকরা অভিযোগ বিষয়ে তথ্য জানতে চাইলে এসআই এমদাদ ক্ষিপ্ত হয়ে বলেন ঐ অভিযোগ নিয়ে এত মাতামাতি করেন কেন? পুলিশ হয়েছি তাই জীবন দিয়ে দিব নাকি। আপনারা কলম দিয়ে যা পারেন তা লেখেন আমার বিরুদ্ধে সমস্যা নেই।
এবিষয়ে এসআই এমদাদকে মোবাইলে একাধিক বার কল দিলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল্লাহ বলেন, আমি বাহিরে আছি, আমাকে একটু সময় দেন। থানায় গিয়ে ব্যবস্থা নিব।
জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন, আমাকে লিখিত ভাবে অভিযোগ পাঠান কোন এসআই। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো৷