গৌরনদী ইউএনও’র বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

- সময় ০৩:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 28
রিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ্ খান-এর বদলির আদেশ বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা সর্বস্তরের জনগণ ও কসবা আবাসন প্রকল্পের যৌথ আয়োজনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং কসবা আবাসন প্রকল্পের সুবিধাভোগী গৃহিণীরা অংশ নেন।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে রোদের তীব্রতা উপেক্ষা করে হাজারো নারী-পুরুষ একত্রিত হন।
সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শাহ্ আলম ফকির, চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, মাওলানা আনোয়ার হোসেন, দিয়াশুর ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মো. ফিরোজ আহমেদ, কসবা আবাসন প্রকল্পের গৃহিণী কাকলী খানম, ফাতেমা আক্তার, রিনা বেগম, আয়শা খাতুন ও মরিয়ম বেগম প্রমুখ।
উল্লেখ্য, ইউএনও মো. আবু আবদুল্লাহ্ খান ২০২৩ সালের ২৪ আগস্ট গৌরনদী উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দেড় বছর ধরে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু চাকরির নিয়ম অনুযায়ী সম্প্রতি তার বদলির আদেশ জারি হয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে স্থানীয় জনগণ মানববন্ধন ও সমাবেশ আয়োজন করে বদলির আদেশ বাতিলের দাবি জানান।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited