০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট : গাজীপুরে আটক ৪০

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সময় ১০:০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / 33

ডেভিল হান্ট

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনার পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান ঘোষণা করে। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে যৌথ বাহিনী সাঁড়াশি এ অভিযান শুরু করে এবং গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে সেনা সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালিয়েছে।

শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকার দক্ষিণখানে মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থী ও সাধারণ জনতাকে কৌশলে বাড়ির ভেতরে ডেকে নেয় এবং পরে মুখোশধারী সশস্ত্র ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়। হামলার সময় মসজিদের মাইকে ‘ডাকাতি হচ্ছে’ বলে প্রচার করা হয়। এতে অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে যায় এবং আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনার পর ছাত্র-জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। দ্রুত বিচার এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শনিবার রাস্তায় বিক্ষোভ করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শনিবার রাতে বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর ফের হামলা চালানো হয়। শহরের জোর পুকুরপাড় এলাকা থেকে আসা একটি মোটরসাইকেল থেকে গুলি চালানো হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাশ্বের হোসেন গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগীর বন্ধুদের দাবি, এই গুলির পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত রয়েছে। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

অপারেশন ডেভিল হান্ট : গাজীপুরে আটক ৪০

সময় ১০:০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনার পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান ঘোষণা করে। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে যৌথ বাহিনী সাঁড়াশি এ অভিযান শুরু করে এবং গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে সেনা সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালিয়েছে।

শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকার দক্ষিণখানে মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থী ও সাধারণ জনতাকে কৌশলে বাড়ির ভেতরে ডেকে নেয় এবং পরে মুখোশধারী সশস্ত্র ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়। হামলার সময় মসজিদের মাইকে ‘ডাকাতি হচ্ছে’ বলে প্রচার করা হয়। এতে অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে যায় এবং আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনার পর ছাত্র-জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। দ্রুত বিচার এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শনিবার রাস্তায় বিক্ষোভ করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শনিবার রাতে বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর ফের হামলা চালানো হয়। শহরের জোর পুকুরপাড় এলাকা থেকে আসা একটি মোটরসাইকেল থেকে গুলি চালানো হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাশ্বের হোসেন গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগীর বন্ধুদের দাবি, এই গুলির পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত রয়েছে। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।