গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪২

- সময় ১২:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / 18
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারের হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০০ জন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় দুই মাস গাজায় খুব একটা হামলা হয়নি। তবে যুদ্ধবিরতি চুক্তি বাড়ানোর বিষয়ে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে গত ১৮ মার্চ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
গাজায় নতুন করে হামলা জোরদারের পর এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ৫০০ জনের বেশি মানুষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫০ হাজার ৪০০ জনে পৌঁছেছে। আর আহতের সংখ্যা প্রায় ১ লাখ ১৫ হাজার। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ কয়েক হাজার মানুষ।
এদিকে গাজার সরকারি মিডিয়া অফিসের মতে, উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ থাকা কয়েক হাজার মানুষকে মৃত ধরা হয়েছে হিসাবে। এ ছাড়া বাস্তুচ্যূত হয়েছে গাজার ২০ লাখের বেশি বাসিন্দার অধিকাংশ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। এ ছাড়া ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited