গরুবাজারে ককটেল নিক্ষেপ, পালাতে গিয়ে আটক এক
![](https://banglaaffairs.com/storage/2024/09/Png-250-200.png)
- সময় ১২:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
- / 29
নরসিংদীর রায়পুরায় গরুবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানপাট ও প্রাইভেটকার ভাঙচুরের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর প্রতিরোধের মুখে পালানোর সময় উজ্জ্বল (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি পৌর শহরের মৃত বজলু মিয়ার ছেলে।
বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের শ্রীরামপুর গরুবাজার এলাকায় এ ঘটনা ঘটে। রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, আইয়ুব ও উজ্জ্বলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ শ্রীরামপুর গরুবাজারে হামলা চালায়। তারা বেশ কয়েকটি দোকান ও একটি গাড়ির গ্যারেজে থাকা যানবাহন ভাঙচুর করে। এ সময় এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। তবে এলাকাবাসীর হাতে উজ্জ্বল ধরা পড়ে এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রায়পুরা থানার এসআই কামাল জানান, “আইয়ুব ও উজ্জ্বলের নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল দোকান ও গাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ পেয়েছি। পালানোর সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।”
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited