১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গণ-আতঙ্ক না ছড়ায়, সে বিষয়ে আমরা কাজ করছি: হাসনাত

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সময় ০৮:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / 25

গণ-আতঙ্ক না ছড়ায়, সে বিষয়ে আমরা কাজ করছি: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে আন্দোলন হয়েছে, তার প্রতি আমাদের সংহতি রয়েছে। সামগ্রিকভাবে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, তাই আমরা সিভিল পোস্ট থেকে চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে। জনজীবনে গণ-আতঙ্ক ছড়ানোর সুযোগ যেন না থাকে, সে বিষয়েও আমরা কাজ করছি।’

সোমবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হওয়া প্রয়োজন। অতীতে দেখা গেছে, সংসদ সদস্যরা স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাদের স্বজনেরাও এসব নির্বাচনে অংশ নেন, যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করে। অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তেমন ভালো স্মৃতি নেই। সংসদ সদস্যদের অপ্রত্যাশিত বলয় থেকে মুক্তি পেতে হলে আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের জাতীয় সংহতি ও ঐক্য যতদিন থাকবে, ততদিন পলাতক ফ্যাসিস্ট হাসিনার পুনর্বাসন বাংলাদেশে সম্ভব নয়। হাসিনা যে স্বপ্ন দেখছেন, তা কখনোই বাস্তবায়িত হবে না।’

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত বলেন, ‘আমরা চাই না মেধাবীরা ঝরে যাক। মেধাবীরা ঝরে গেলে অযোগ্য শাসকরা সমাজ শাসন করতে থাকে। খেয়াল করলে দেখবেন, অযোগ্য ক্ষমতাবান ব্যক্তিদের মসজিদ কমিটির সভাপতি বানানো হয়, যেখানে-সেখানে চেয়ার দেওয়া হয়। তাই পড়াশোনার বিকল্প নেই। জ্ঞান অর্জন করলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। তাই যত কষ্টই হোক, আপনাদের অধ্যবসায়ী হতে হবে।’

ইসলামি চিন্তাবিদ মাওলানা মোস্তাক ফয়েজীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম ফয়েজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশিদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

গণ-আতঙ্ক না ছড়ায়, সে বিষয়ে আমরা কাজ করছি: হাসনাত

সময় ০৮:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে আন্দোলন হয়েছে, তার প্রতি আমাদের সংহতি রয়েছে। সামগ্রিকভাবে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, তাই আমরা সিভিল পোস্ট থেকে চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে। জনজীবনে গণ-আতঙ্ক ছড়ানোর সুযোগ যেন না থাকে, সে বিষয়েও আমরা কাজ করছি।’

সোমবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হওয়া প্রয়োজন। অতীতে দেখা গেছে, সংসদ সদস্যরা স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাদের স্বজনেরাও এসব নির্বাচনে অংশ নেন, যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করে। অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তেমন ভালো স্মৃতি নেই। সংসদ সদস্যদের অপ্রত্যাশিত বলয় থেকে মুক্তি পেতে হলে আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের জাতীয় সংহতি ও ঐক্য যতদিন থাকবে, ততদিন পলাতক ফ্যাসিস্ট হাসিনার পুনর্বাসন বাংলাদেশে সম্ভব নয়। হাসিনা যে স্বপ্ন দেখছেন, তা কখনোই বাস্তবায়িত হবে না।’

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত বলেন, ‘আমরা চাই না মেধাবীরা ঝরে যাক। মেধাবীরা ঝরে গেলে অযোগ্য শাসকরা সমাজ শাসন করতে থাকে। খেয়াল করলে দেখবেন, অযোগ্য ক্ষমতাবান ব্যক্তিদের মসজিদ কমিটির সভাপতি বানানো হয়, যেখানে-সেখানে চেয়ার দেওয়া হয়। তাই পড়াশোনার বিকল্প নেই। জ্ঞান অর্জন করলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। তাই যত কষ্টই হোক, আপনাদের অধ্যবসায়ী হতে হবে।’

ইসলামি চিন্তাবিদ মাওলানা মোস্তাক ফয়েজীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম ফয়েজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশিদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।