গণপূর্ত প্রধান প্রকৌশলীকে দ্রুত অপসারণের দাবি
- সময় ১২:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / 316
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার অতি দ্রুত অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ।
পরিষদের পক্ষ থেকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এই দাবি সংবলিত চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে জানানো হয়, গণপূর্ত অধিদপ্তরের দুর্নীতিগ্রস্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের মদদপুষ্ট কয়েকজন কর্মকর্তা ও ঠিকাদার দুর্নীতি, অনিয়ম ও শত কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ লোপাটের সাথে জড়িত। যার ফলে সরকার প্রতিবছর শতশত কোটি টাকা আর্থিক লোকসান গুনছে।
পরিষদের পক্ষ থেকে আরো বলা হয়, শামীম আখতারের নামে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদমাধ্যমে যথেষ্ট তথ্যসম্বলিত সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। দুর্নীতিগ্রস্ত এই কর্মকর্তা বিগত স্বৈরাচার সরকারের মদদপুষ্ট হয়ে রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ আত্মসাৎ করেছে যা বর্তমান বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পরিপন্থী এবং শহীদদের সাথে চরম প্রতারণা।
অনতিবিলম্বে দুর্নীতিগ্রস্ত প্রধান প্রকৌশলীকে তাঁর পদ থেকে অপসারণ ও দুর্নীতির তদন্ত করে আইনগত ব্যবস্থা এবং লোপাটকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে পরিষদ। পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরে প্রধান প্রকৌশলী পদে একজন দক্ষ, যোগ্যতাসম্পন্ন ও মেধাবী প্রকৌশলীকে দায়িত্ব দেওয়ার জন্য দাবি জানানো হয়।
চিঠিটি মঙ্গলবার (১ অক্টোবর) গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়। এর একটি অনুলিপি প্রধান উপদেষ্টার দপ্তর এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকেও পাঠানো হয়েছে বলে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়।