১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই

নিউজ ডেস্ক
  • সময় ০৮:৪৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 25

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যা সমাধান সম্ভব নয়।

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।

তিনি বলেন, জনগণের ঐক্যই পারে সকল ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে। তবে দুঃখজনকভাবে কিছু মহল অপ্রাসঙ্গিক বিষয়গুলো সামনে এনে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে, যা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এবং এটি এখন দৃশ্যমান। জনগণ হতাশ হয়ে পড়ছে, কারণ একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সংঘাত ও অন্তর্ঘাতের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চাইছে।

এমরান সালেহ প্রিন্স দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তিনি প্রবাসী নেতাকর্মীদের দেশের পরিস্থিতির প্রতি সচেতন থাকার এবং মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের স্বার্থে কাজ করার পরামর্শ দেন।

ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি মিয়া মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি নেতা নয়ন বাঙালি, জাহিদ খান, এ টি এম আলম, তুহিন ইসলাম, সৈয়দ সালেহ মনসুর পরশ, আবদুল কাইয়ুম, আরিফুল ইসলাম, মোশাররফ হোসেন, এমডি জামান, জাহাঙ্গীর খান, দেলোয়ার হোসেন, আবদুল মুকতাদির, নেছার আহমেদ, কামরুন কনা, তৌহিদুল ইসলাম, নূর হোসেন বাহাদুর, আলী হায়দর, পল্লব আনসারি, মীর নাজিউর রহমান নিকসন, জহিরুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, সালাহ উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই

সময় ০৮:৪৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যা সমাধান সম্ভব নয়।

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।

তিনি বলেন, জনগণের ঐক্যই পারে সকল ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে। তবে দুঃখজনকভাবে কিছু মহল অপ্রাসঙ্গিক বিষয়গুলো সামনে এনে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে, যা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এবং এটি এখন দৃশ্যমান। জনগণ হতাশ হয়ে পড়ছে, কারণ একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সংঘাত ও অন্তর্ঘাতের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চাইছে।

এমরান সালেহ প্রিন্স দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তিনি প্রবাসী নেতাকর্মীদের দেশের পরিস্থিতির প্রতি সচেতন থাকার এবং মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের স্বার্থে কাজ করার পরামর্শ দেন।

ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি মিয়া মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি নেতা নয়ন বাঙালি, জাহিদ খান, এ টি এম আলম, তুহিন ইসলাম, সৈয়দ সালেহ মনসুর পরশ, আবদুল কাইয়ুম, আরিফুল ইসলাম, মোশাররফ হোসেন, এমডি জামান, জাহাঙ্গীর খান, দেলোয়ার হোসেন, আবদুল মুকতাদির, নেছার আহমেদ, কামরুন কনা, তৌহিদুল ইসলাম, নূর হোসেন বাহাদুর, আলী হায়দর, পল্লব আনসারি, মীর নাজিউর রহমান নিকসন, জহিরুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, সালাহ উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।