ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খেলার মাঠ দখল করে বিএনপি নেতার মেলা

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৬:২৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
  • / 46

নগর হস্ত ও কুটির শিল্প বানিজ্য মেলা

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার ঐতিহ্যবাহী গোলারটেক খেলার মাঠ দখল করে আজ রবিবার (১২ জানুয়ারি ২০২৫) মাসব্যাপী নগর হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করেন মো. আমিনুল হক। তিনি বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক।

স্থানীয় শিশু-কিশোর ও খেলোয়াড়দের অন্যতম প্রিয় এই খেলার মাঠ দখলের ফলে বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলা। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

মাঠে গিয়ে দেখা যায়, কয়েক শতাধিক গর্ত করে বাঁশ ও লোহার খুঁটি বসিয়ে মেলা প্রাঙ্গণ তৈরি করা হয়েছে। দোকানপাট, খেলনা, এবং নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন দখল করেছে পুরো মাঠটি। এর পাশাপাশি গর্তের কারণে মাঠটি বিপজ্জনক অবস্থায় রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মাঠে থাকা ক্লাবের লোকজনকে ম্যানেজ করেই এ মেলা আয়োজন করা হয়েছে। এর আগে, গত ১৫ ডিসেম্বর ক্ষুব্ধ এলাকাবাসী মেলার নিরাপত্তা বেষ্টনী ও টিনশেড ভেঙে ফেলে প্রতিবাদ জানায়।

মোঃ আমিনুল হক
মোঃ আমিনুল হক

তবুও আজ বিতর্কের মাঝেই মেলা উদ্বোধন করেন বিএনপি নেতা আমিনুল হক। এলাকাবাসীর দাবি, শিশু-কিশোরদের খেলাধুলার জন্য মাঠটি পুনরুদ্ধার করা হোক এবং মেলা অন্যত্র সরিয়ে নেওয়া হোক।

শেয়ার করুন

খেলার মাঠ দখল করে বিএনপি নেতার মেলা

সময় ০৬:২৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার ঐতিহ্যবাহী গোলারটেক খেলার মাঠ দখল করে আজ রবিবার (১২ জানুয়ারি ২০২৫) মাসব্যাপী নগর হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করেন মো. আমিনুল হক। তিনি বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক।

স্থানীয় শিশু-কিশোর ও খেলোয়াড়দের অন্যতম প্রিয় এই খেলার মাঠ দখলের ফলে বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলা। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

মাঠে গিয়ে দেখা যায়, কয়েক শতাধিক গর্ত করে বাঁশ ও লোহার খুঁটি বসিয়ে মেলা প্রাঙ্গণ তৈরি করা হয়েছে। দোকানপাট, খেলনা, এবং নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন দখল করেছে পুরো মাঠটি। এর পাশাপাশি গর্তের কারণে মাঠটি বিপজ্জনক অবস্থায় রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মাঠে থাকা ক্লাবের লোকজনকে ম্যানেজ করেই এ মেলা আয়োজন করা হয়েছে। এর আগে, গত ১৫ ডিসেম্বর ক্ষুব্ধ এলাকাবাসী মেলার নিরাপত্তা বেষ্টনী ও টিনশেড ভেঙে ফেলে প্রতিবাদ জানায়।

মোঃ আমিনুল হক
মোঃ আমিনুল হক

তবুও আজ বিতর্কের মাঝেই মেলা উদ্বোধন করেন বিএনপি নেতা আমিনুল হক। এলাকাবাসীর দাবি, শিশু-কিশোরদের খেলাধুলার জন্য মাঠটি পুনরুদ্ধার করা হোক এবং মেলা অন্যত্র সরিয়ে নেওয়া হোক।