খুলনার দাপুটে বোলিংয়ে বিপদে রংপুর | Bangla Affairs
০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার দাপুটে বোলিংয়ে বিপদে রংপুর

ক্রীড়া প্রতিবেদক
  • সময় ০২:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / 43

খুলনার দাপুটে বোলিংয়ে বিপদে রংপুর

খুলনার দাপুটে বোলিংয়ে বিপদে রংপুর। মাত্র ৩২ রানেই হারিয়েছে ৬ উইকেট। সৌম্য সরকারকে ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারত দিতে হলো। ইনিংসের দ্বিতীয় বলেই রান আউট হয়ে ফিরেছেন রংপুরের এই ওপেনার। সৌম্যর বিদায়ের পর যেন পথ হারিয়ে ফেলেছে রংপুর রাইডার্সও।

এলিমিনেটরের ডু অর ডাই ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৫ রান তুলতেই টপঅর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ফেলেছে তারা।

এ রিপোর্ট লেখার সময় রংপুরের সংগ্রহ ৯ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৪ রান। ক্রিজে আছেন নুরুল হাসান সোহান ১১ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিতে ব্যাটিংয়ে নেমেছেন আন্দ্রে রাসেল। বাকি ব্যাটসম্যান হিসাবে আছেন টেইন্ডার রাকিবুল হাসান, আকিফ জাবেদ এবং পেসার নাহিদ রানা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। খুলনার নাসুম একাই তুলে নিয়েছেন চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট। এছাড়া মেহদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ ১ টি করে উইকেট পেয়েছেন।

 

শেয়ার করুন

খুলনার দাপুটে বোলিংয়ে বিপদে রংপুর

সময় ০২:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫

খুলনার দাপুটে বোলিংয়ে বিপদে রংপুর। মাত্র ৩২ রানেই হারিয়েছে ৬ উইকেট। সৌম্য সরকারকে ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারত দিতে হলো। ইনিংসের দ্বিতীয় বলেই রান আউট হয়ে ফিরেছেন রংপুরের এই ওপেনার। সৌম্যর বিদায়ের পর যেন পথ হারিয়ে ফেলেছে রংপুর রাইডার্সও।

এলিমিনেটরের ডু অর ডাই ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৫ রান তুলতেই টপঅর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ফেলেছে তারা।

এ রিপোর্ট লেখার সময় রংপুরের সংগ্রহ ৯ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৪ রান। ক্রিজে আছেন নুরুল হাসান সোহান ১১ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিতে ব্যাটিংয়ে নেমেছেন আন্দ্রে রাসেল। বাকি ব্যাটসম্যান হিসাবে আছেন টেইন্ডার রাকিবুল হাসান, আকিফ জাবেদ এবং পেসার নাহিদ রানা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। খুলনার নাসুম একাই তুলে নিয়েছেন চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট। এছাড়া মেহদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ ১ টি করে উইকেট পেয়েছেন।