শিরোনাম
লিজ বাতিল
খালের জমিতে বন্যা’র গানের স্কুল !
নিজস্ব প্রতিবেদক
- সময় ০৪:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / 119
প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র জমির লিজ বাতিল করেছে সরকার।
জানা যায়, ২০২২ সালের ১২ জুন সুরের ধারার নামে ওই জমি দীর্ঘমেয়াদে ইজারা দেওয়া হয়। সুরের ধারার পক্ষে রেজওয়ানা চৌধুরী বন্যা ২/৭, লালমাটিয়া, ব্লক-বি, ১২০৭-এর অনুকূলে ওই জায়গা বরাদ্দ দেওয়া হয়। আর সরকারের পক্ষে ওই জায়গা বরাদ্দে স্বাক্ষর করেন তৎকালীন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
বরাদ্দের শর্তে বলা হয়েছে, ৩০ বছরের জন্য বরাদ্দ দেওয়া হলো; তবে বরাদ্দ গ্রহীতার ৯৯ বছর পর্যন্ত নবায়নের অধিকার থাকবে। সিএস, এসএ এবং আরএস রেকর্ডে ওই জায়গা খাল হিসেবে দেখানো হয়েছে। তবে সিটি জরিপের সময় দখলদাররা খালের অংশ ভরাট করে ফেলায় ওই জমির শ্রেণি নাল হিসেবে দেখানো হয়েছে।