০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং:
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা
খালেদা জিয়ার সাজা স্থগিত, আপিলের অনুমতি

নিজস্ব প্রতিবেদক
- সময় ১১:৫১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / 75
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করে আপিলের অনুমতি দিয়েছেন হাই কোর্টের আপিল বিভাগ। খালেদা জিয়ার করা লিভ টু আপিলের শুনানি করে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ সোমবার (১১ নভেম্বর) এ আদেশ দেন। এর ফলে রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করার অনুমতি পেলেন।
শুনানিতে খালেদার পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল প্রমুখ।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত-৫ রায় দেন। রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এই আপিলের ওপর শুনানি শেষে ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ২০১৯ সালে আপিল বিভাগে পৃথক দুটি লিভ টু আপিল করেন খালেদা জিয়া।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত ৬ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়।
১০ বছরের সাজা খালেদা খালেদা জিয়া খালেদা জিয়ার মামলা খালেদা জিয়ার সাজা খালেদা জিয়ার সাজা স্থগিত খালেদা জিয়ার সাজার মেয়াদ স্থগিত খালেদা জিয়ার সাজার স্থগিতাদেশ বার্তা বাজার বেগম খালেদা জিয়া সাজা মওকুফ করে শতভাগ মুক্ত খালেদা জিয়া সাজা স্থগিত স্বরাষ্ট্র মন্ত্রণালের কাছে খালেদা জিয়ার স্বজনদের আবেদন হাসিনা খালেদা