খাগড়াছড়িতে সেনাবাহিনী উপহার সামগ্রী প্রদান

- সময় ০৩:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / 135
পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী গরিব দুঃখী মানুষের মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক সহযোগিতা এবং বই খাতা কলম সহযোগিতা করে আসছেন দীর্ঘদিন ধরে।
রোববার ৮ ডিসেম্বর সকালে খাগড়াছড়ির দিঘীনালা জোন ৪ই বেঙ্গল বেবী টাইগার’র উদ্যোগে ‘আর্ত মানতবার সেবায় সেনাবাহিনী’ প্রোগ্রামের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের হাতে বই খাতা কলম বুঝিয়ে দেন দিঘীনালা জোন অধিনায়ক লে: কর্নেল মোঃ ওমর ফারুক, পি,এস,সি। অনেকের হাতে তুলে দিয়েছেন আর্থিক সহায়তাসহ নানা উপকরণ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মেজর মেহেদী হাসান, পি,এস,সি, অফিসার আর এমও ক্যাপ্টেন ডা:মো:রাকিবুল ইসলাম রনি, ক্যাপ্টেন মোঃ আব্দুল মান্নান, দিঘীনালা প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহেল রানা, সিনিয়র সাংবাদিক আল আমিন, সাংবাদিক সোয়ানুর রহমান, জোনের এপেস মোহাম্মদ নাজিম উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন।
সেনাবাহিনীর উপহার পেয়ে স্থানীয়রা আনন্দ প্রকাশের পাশাপশি বাহিনীর মঙ্গলের জন্য প্রার্থনা করবেন বলেও জানান।