ক্লাব বিশ্বকাপে থাকবে ১২ হাজার কোটি টাকার পুরস্কার | Bangla Affairs
০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ক্লাব বিশ্বকাপে থাকবে ১২ হাজার কোটি টাকার পুরস্কার

নিউজ ডেস্ক
  • সময় ০১:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 21

ক্লাব বিশ্বকাপ

প্রথমবারের মতো বড় আকারে আয়োজন হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১১ শহরের ১২ ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। যেখানে অংশ গ্রহণ করবে ৬ মহাদেশের ৩২টি দল। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

ক্লাব বিশ্বকাপ শুরু হতে এখনও বাকী ৮০ দিন। তার আগে বুধবার (২৬ মার্চ) অর্থ পুরস্কার ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অর্থের অঙ্কটা শুনলে যে কারোর চোখ কপালে উঠবে। মোট ১০০ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা ১২ হাজার ১৫৭ কোটি ২৬ লাখ টাকার সমান।

ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার পুরস্কার হিসেবে ৩২ দলকে মোট ৫২ কোটি ৫০ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৩৮২ কোটি ৫৬ লাখ টাকা দেওয়া হবে।

তবে এই বণ্টনের ব্যবস্থায় সব ক্লাব সমান অর্থ পাবে না। শীর্ষ র‍্যাংকিংধারী ইউরোপীয় ক্লাব (যেমন—রিয়াল মাদ্রিদ) টুর্নামেন্টে অংশ নিয়ে পাবে ৩ কোটি ৮১ লাখ ৯০ হাজার ডলার (৪৬৪ কোটি ২৮ লাখ টাকা), ওশেনিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি অকল্যান্ড সিটি পাবে ৩৫ লাখ ৮০ হাজার ডলার (৪৩ কোটি ৫২ লাখ টাকা)।

ক্লাব বিশ্বকাপে মোট ৬৩ ম্যাচ হবে। বাকি ৪৭ কোটি ৫০ লাখ ডলার (৫ হাজার ৭৭৪ কোটি ৬৯ লাখ টাকা) দেওয়া হবে সেই ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে।

গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের জয়ী দলের অ্যাকাউন্টে ঢুকবে ২০ লাখ ডলার (২৪ কোটি ৩০ লাখ টাকা)। ম্যাচ ড্র করে দুই দল ১২ কোটি ১৫ লাখ টাকা সমানভাবে ভাগ করে নেবে।

শেষ ষোলো পর্বে জয়ী আট দল পাবে ৭৫ লাখ ডলার (৯১ কোটি ১৭ লাখ টাকা)। এরপর কোয়ার্টার ফাইনালে জয়ী চার ক্লাব ১ কোটি ৩১ লাখ ২৫ হাজার ডলার (১৫৯ কোটি ৫৬ লাখ টাকা) করে, সেমিফাইনালে জয়ী দুই ক্লাব ২ কোটি ১০ লাখ ডলার (২৫৫ কোটি ৩০ লাখ টাকা) করে পাবে।

আর রানার্সআপ দল ৩ কোটি ডলার (৩৬৪ কোটি ৭১ লাখ টাকা) এবং চ্যাম্পিয়ন দল পাবে ৪ কোটি ডলার (৪৮৬ কোটি ২৯ লাখ টাকা)। ১৪ জুলাই ফাইনাল হবে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে।

কাল ক্লাব বিশ্বকাপের অর্থ পুরস্কার ঘোষণার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফিফা ক্লাব বিশ্বকাপের বিতরণ মডেল ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়কে প্রতিফলিত করে। গ্রুপ পর্ব ও প্লে-অফ ফরম্যাটে খেলা হবে। এই ফুটবল টুর্নামেন্টে সর্বকালের সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে, যেখানে চ্যাম্পিয়ন দলকে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সম্ভাব্য অর্থ প্রদানের সম্ভাবনা আছে।’

শেয়ার করুন

ক্লাব বিশ্বকাপে থাকবে ১২ হাজার কোটি টাকার পুরস্কার

সময় ০১:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

প্রথমবারের মতো বড় আকারে আয়োজন হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১১ শহরের ১২ ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। যেখানে অংশ গ্রহণ করবে ৬ মহাদেশের ৩২টি দল। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

ক্লাব বিশ্বকাপ শুরু হতে এখনও বাকী ৮০ দিন। তার আগে বুধবার (২৬ মার্চ) অর্থ পুরস্কার ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অর্থের অঙ্কটা শুনলে যে কারোর চোখ কপালে উঠবে। মোট ১০০ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা ১২ হাজার ১৫৭ কোটি ২৬ লাখ টাকার সমান।

ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার পুরস্কার হিসেবে ৩২ দলকে মোট ৫২ কোটি ৫০ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৩৮২ কোটি ৫৬ লাখ টাকা দেওয়া হবে।

তবে এই বণ্টনের ব্যবস্থায় সব ক্লাব সমান অর্থ পাবে না। শীর্ষ র‍্যাংকিংধারী ইউরোপীয় ক্লাব (যেমন—রিয়াল মাদ্রিদ) টুর্নামেন্টে অংশ নিয়ে পাবে ৩ কোটি ৮১ লাখ ৯০ হাজার ডলার (৪৬৪ কোটি ২৮ লাখ টাকা), ওশেনিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি অকল্যান্ড সিটি পাবে ৩৫ লাখ ৮০ হাজার ডলার (৪৩ কোটি ৫২ লাখ টাকা)।

ক্লাব বিশ্বকাপে মোট ৬৩ ম্যাচ হবে। বাকি ৪৭ কোটি ৫০ লাখ ডলার (৫ হাজার ৭৭৪ কোটি ৬৯ লাখ টাকা) দেওয়া হবে সেই ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে।

গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের জয়ী দলের অ্যাকাউন্টে ঢুকবে ২০ লাখ ডলার (২৪ কোটি ৩০ লাখ টাকা)। ম্যাচ ড্র করে দুই দল ১২ কোটি ১৫ লাখ টাকা সমানভাবে ভাগ করে নেবে।

শেষ ষোলো পর্বে জয়ী আট দল পাবে ৭৫ লাখ ডলার (৯১ কোটি ১৭ লাখ টাকা)। এরপর কোয়ার্টার ফাইনালে জয়ী চার ক্লাব ১ কোটি ৩১ লাখ ২৫ হাজার ডলার (১৫৯ কোটি ৫৬ লাখ টাকা) করে, সেমিফাইনালে জয়ী দুই ক্লাব ২ কোটি ১০ লাখ ডলার (২৫৫ কোটি ৩০ লাখ টাকা) করে পাবে।

আর রানার্সআপ দল ৩ কোটি ডলার (৩৬৪ কোটি ৭১ লাখ টাকা) এবং চ্যাম্পিয়ন দল পাবে ৪ কোটি ডলার (৪৮৬ কোটি ২৯ লাখ টাকা)। ১৪ জুলাই ফাইনাল হবে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে।

কাল ক্লাব বিশ্বকাপের অর্থ পুরস্কার ঘোষণার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফিফা ক্লাব বিশ্বকাপের বিতরণ মডেল ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়কে প্রতিফলিত করে। গ্রুপ পর্ব ও প্লে-অফ ফরম্যাটে খেলা হবে। এই ফুটবল টুর্নামেন্টে সর্বকালের সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে, যেখানে চ্যাম্পিয়ন দলকে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সম্ভাব্য অর্থ প্রদানের সম্ভাবনা আছে।’