ক্রিকেটে বাংলাদেশি কোচের বেতন কত হলো?

- সময় ১০:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / 213
ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে সবচেয়ে পরিচিত নাম, কয়েকটি বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগজয়ী সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ১৫ মার্চ পর্যন্ত – মাত্র চার মাসের জন্য নিয়োগ দেয়া হলো সালাউদ্দিনকে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিসিবি।
জাতীয় দলে ফিল সিমন্সের সহকারী কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন সালাউদ্দিন- এটা প্রায় জানা কথা। কারণ, এরই মধ্যে জাতীয় দলে তার নিয়োগ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রচার হয়েছে। এমনকি সংবাদ হয়েছে, মাসিক ১২ লাখ টাকা বেতন পেতে যাচ্ছেন তিনি।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বেতনের কথা উল্লেখ করা হয়নি। তবে সময়ের কথা উল্লেখ আছে। কোচ সালাউদ্দিন ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী কোচ হিসেবে। অর্থ্যাৎ, তিনি নিয়োগ পাচ্ছেন মাত্র চার মাসের জন্য।
এর আগেও জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত সহকারী ও ফিল্ডিং কোচ ছিলেন সালাউদ্দিন। ২০১০ থেকে ২০১১ পর্যন্ত বিসিবি অ্যাকাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ২০১৪ সালে নিয়োগ পান সিঙ্গাপুর জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited