০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়, আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সময় ১২:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 38

প্রণব ঘোষ বাবলু

ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ থাকায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তালা উপজেলার মাঝিয়াড়া এলাকা থেকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রণব ঘোষ বাবলু খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

খলিলনগর ইউনিয়নের স্থানীয়রা জানান, প্রণব ঘোষ বাবলু ক্ষমতার অপব্যবহার করে দখলবাজি, চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। বিশেষ করে ক্রসফায়ারের হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া, নিরীহ মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি এবং চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

তালা থানার ওসি শাহিনুর রহমান জানান, চাঁদাবাজির মামলায় প্রণব ঘোষ বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়, আ.লীগ নেতা গ্রেপ্তার

সময় ১২:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ থাকায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তালা উপজেলার মাঝিয়াড়া এলাকা থেকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রণব ঘোষ বাবলু খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

খলিলনগর ইউনিয়নের স্থানীয়রা জানান, প্রণব ঘোষ বাবলু ক্ষমতার অপব্যবহার করে দখলবাজি, চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। বিশেষ করে ক্রসফায়ারের হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া, নিরীহ মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি এবং চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

তালা থানার ওসি শাহিনুর রহমান জানান, চাঁদাবাজির মামলায় প্রণব ঘোষ বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।