ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিওর এক যুগ পূর্তি উদযাপন | Bangla Affairs
০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিওর এক যুগ পূর্তি উদযাপন

নিউজ ডেস্ক
  • সময় ০৩:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / 391

ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিওর এক যুগ পূর্তি উদযাপন

রাজধানীর উত্তরার পিরামিড পয়েন্ট রিসোর্টে দিনব্যাপী আয়োজনে উদযাপিত হলো স্বনামধন্য ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিওর এক যুগ পূর্তি। ১৮ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত এই আয়োজনে ক্যানভাস পরিবার ও সহযোগীদের শুভেচ্ছা জানান আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির হেড অব বিজনেস ও সিইও ফরহাদ রেজা এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও সিওও তাহসিন তামান্না। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব লিগ্যাল ও অডিট কনসালটেন্ট লুতফর রহমান, বাংলালিংক বিজনেস পার্টনার জাকের ট্রেডিং-এর জাকের হোসেন, জাপান এইড বিডি স্কুলের ভাইস প্রিন্সিপাল সামসুজ্জোহা চঞ্চল, জাপান এইড-এর ডিরেক্টর, বাংলাদেশ ইলেকট্রিক বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খন্দকার লিটন, হাই কেয়ার হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর নুর মোহাম্মদ আলী জিন্নাহ, টুয়েলভ ক্লোদিং লিমিটেড-এর বিজনেস ডেভেলপমেন্ট ওবায়েদ কবির, এবং এইচআর ও অ্যাডমিন ম্যানেজার মাখদুম শাহ।

ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিওর এক যুগ পূর্তি উদযাপন
ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিওর এক যুগ পূর্তি উদযাপন

সেরা কন্ট্রাক্টর, সাপ্লাইয়ার ও ভেন্ডরদের পুরস্কার
অনুষ্ঠানে বিশেষ স্বীকৃতি দেওয়া হয় সেরা কন্ট্রাক্টর, সাপ্লাইয়ার ও ভেন্ডরদের।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—
🔹 সেরা কার্পেন্টার কন্ট্রাক্টর: হোসেন আলী প্রামাণিক (জামিলা এন্টারপ্রাইজ)
🔹 সেরা মেটাল কন্ট্রাক্টর ও সাপ্লাইয়ার: মো. লিটন (লিটন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ)
🔹 সেরা গ্লাস কন্ট্রাক্টর ও সাপ্লাইয়ার: মাকসুদ আলম (আয়াত এন্টারপ্রাইজ)
🔹 সেরা ভেন্ডর: শাহাদাত হোসেন সোহাগ (নোয়াখালি পেইন্ট ও হার্ডওয়্যার)

অনুষ্ঠানের সঞ্চালনা ও ইন্টারভিউ কাভার করেন ফ্রিল্যান্স টিভি অ্যাঙ্কর অহনা তাসনিম খান (প্রেজেন্টার, নেক্সাস টিভি ও একাত্তর টিভি, হোস্ট- রেডিও স্বাধীন)।

যুগ পূর্তি উদযাপনে সহযোগী প্রতিষ্ঠানসমূহ:
📌 নিউজ ও মিডিয়া পার্টনার: বাংলা অ্যাফেয়ার্স
📌 মিডিয়া ও ইভেন্ট পার্টনার: শোকাস্ট স্টুডিও
📌 প্রিন্টিং পার্টনার: এন এইচ ইন্টারন্যাশনাল
📌 কস্টিউম পার্টনার: ইউনিক ওয়ান
📌 অনলাইন মিডিয়া পার্টনার: স্টুডিও ক্যানভাস

এক যুগের সফল পথচলায় ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিওর অবদানকে শ্রদ্ধা জানিয়ে অতিথিরা ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

শেয়ার করুন

ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিওর এক যুগ পূর্তি উদযাপন

সময় ০৩:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর উত্তরার পিরামিড পয়েন্ট রিসোর্টে দিনব্যাপী আয়োজনে উদযাপিত হলো স্বনামধন্য ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিওর এক যুগ পূর্তি। ১৮ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত এই আয়োজনে ক্যানভাস পরিবার ও সহযোগীদের শুভেচ্ছা জানান আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির হেড অব বিজনেস ও সিইও ফরহাদ রেজা এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও সিওও তাহসিন তামান্না। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব লিগ্যাল ও অডিট কনসালটেন্ট লুতফর রহমান, বাংলালিংক বিজনেস পার্টনার জাকের ট্রেডিং-এর জাকের হোসেন, জাপান এইড বিডি স্কুলের ভাইস প্রিন্সিপাল সামসুজ্জোহা চঞ্চল, জাপান এইড-এর ডিরেক্টর, বাংলাদেশ ইলেকট্রিক বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খন্দকার লিটন, হাই কেয়ার হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর নুর মোহাম্মদ আলী জিন্নাহ, টুয়েলভ ক্লোদিং লিমিটেড-এর বিজনেস ডেভেলপমেন্ট ওবায়েদ কবির, এবং এইচআর ও অ্যাডমিন ম্যানেজার মাখদুম শাহ।

ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিওর এক যুগ পূর্তি উদযাপন
ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিওর এক যুগ পূর্তি উদযাপন

সেরা কন্ট্রাক্টর, সাপ্লাইয়ার ও ভেন্ডরদের পুরস্কার
অনুষ্ঠানে বিশেষ স্বীকৃতি দেওয়া হয় সেরা কন্ট্রাক্টর, সাপ্লাইয়ার ও ভেন্ডরদের।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—
🔹 সেরা কার্পেন্টার কন্ট্রাক্টর: হোসেন আলী প্রামাণিক (জামিলা এন্টারপ্রাইজ)
🔹 সেরা মেটাল কন্ট্রাক্টর ও সাপ্লাইয়ার: মো. লিটন (লিটন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ)
🔹 সেরা গ্লাস কন্ট্রাক্টর ও সাপ্লাইয়ার: মাকসুদ আলম (আয়াত এন্টারপ্রাইজ)
🔹 সেরা ভেন্ডর: শাহাদাত হোসেন সোহাগ (নোয়াখালি পেইন্ট ও হার্ডওয়্যার)

অনুষ্ঠানের সঞ্চালনা ও ইন্টারভিউ কাভার করেন ফ্রিল্যান্স টিভি অ্যাঙ্কর অহনা তাসনিম খান (প্রেজেন্টার, নেক্সাস টিভি ও একাত্তর টিভি, হোস্ট- রেডিও স্বাধীন)।

যুগ পূর্তি উদযাপনে সহযোগী প্রতিষ্ঠানসমূহ:
📌 নিউজ ও মিডিয়া পার্টনার: বাংলা অ্যাফেয়ার্স
📌 মিডিয়া ও ইভেন্ট পার্টনার: শোকাস্ট স্টুডিও
📌 প্রিন্টিং পার্টনার: এন এইচ ইন্টারন্যাশনাল
📌 কস্টিউম পার্টনার: ইউনিক ওয়ান
📌 অনলাইন মিডিয়া পার্টনার: স্টুডিও ক্যানভাস

এক যুগের সফল পথচলায় ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিওর অবদানকে শ্রদ্ধা জানিয়ে অতিথিরা ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।