০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কোনো ‘ডেভিল’ যেন পালাতে না পারে

সিনিয়র প্রতিবেদক
  • সময় ০২:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • / 41

স্বরাষ্ট্র উপদেষ্টা

সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময় সতর্ক থাকতে হবে যেন কোনো ‘ডেভিল’ (অপরাধী) পালিয়ে যেতে না পারে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মানবাধিকার ও পরিবেশ সংক্রান্ত কর্মশালায় এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারী অপরাধীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। তিনি জানান, ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা এখনো দেশের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব অপরাধী ও দুর্নীতিবাজরা অবৈধভাবে দেশের সম্পদ লুট করেছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে।

তিনি আরও বলেন, গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পুলিশের বিভিন্ন বাহিনী ও সশস্ত্র বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করেছে এবং ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে এ অভিযান তদারকি করছে এবং একযোগে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থাগুলো।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র‍্যাব এবং সশস্ত্র বাহিনীকে অবশ্যই অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আইনজীবীদেরও বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেন, যাতে কোনো সন্ত্রাসী জামিন না পায় এবং আইনের প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে চলতে পারে।

অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কিছু শক্তি দেশের অস্থিতিশীলতা তৈরি করতে বিপুল পরিমাণ টাকা খরচ করছে। তিনি বিচার ব্যবস্থায় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান, যাতে কোনো অপরাধী জামিন নিয়ে আবারও দেশের পরিস্থিতি খারাপ না করতে পারে।

এছাড়া, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশের জনগণের মুক্তির জন্য কাজ শুরু হয়েছে এবং ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সব সেক্টরে সংস্কারের প্রয়োজন রয়েছে।

শেয়ার করুন

কোনো ‘ডেভিল’ যেন পালাতে না পারে

সময় ০২:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময় সতর্ক থাকতে হবে যেন কোনো ‘ডেভিল’ (অপরাধী) পালিয়ে যেতে না পারে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মানবাধিকার ও পরিবেশ সংক্রান্ত কর্মশালায় এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারী অপরাধীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। তিনি জানান, ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা এখনো দেশের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব অপরাধী ও দুর্নীতিবাজরা অবৈধভাবে দেশের সম্পদ লুট করেছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে।

তিনি আরও বলেন, গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পুলিশের বিভিন্ন বাহিনী ও সশস্ত্র বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করেছে এবং ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে এ অভিযান তদারকি করছে এবং একযোগে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থাগুলো।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র‍্যাব এবং সশস্ত্র বাহিনীকে অবশ্যই অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আইনজীবীদেরও বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেন, যাতে কোনো সন্ত্রাসী জামিন না পায় এবং আইনের প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে চলতে পারে।

অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কিছু শক্তি দেশের অস্থিতিশীলতা তৈরি করতে বিপুল পরিমাণ টাকা খরচ করছে। তিনি বিচার ব্যবস্থায় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান, যাতে কোনো অপরাধী জামিন নিয়ে আবারও দেশের পরিস্থিতি খারাপ না করতে পারে।

এছাড়া, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশের জনগণের মুক্তির জন্য কাজ শুরু হয়েছে এবং ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সব সেক্টরে সংস্কারের প্রয়োজন রয়েছে।