ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

‘কোনো কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি’

সিনিয়র প্রতিবেদক
  • সময় ০৯:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 33

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা আশা করছেন দ্রুত সংস্কারের মাধ্যমে জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে। প্রথম বৈঠকটি মূলত পরিচিতিমূলক ছিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেছে। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা খুব পরিষ্কারভাবে বলেছি—জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছেন। এ সভায় সংস্কারের প্রয়োজনীয়তা এবং কমিশনের জমাকৃত রিপোর্টগুলো নিয়ে আলোচনা হয়েছে। দলগুলো কমিশনের সঙ্গে আলাপ-আলোচনা করে একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে।

শেয়ার করুন

‘কোনো কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি’

সময় ০৯:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা আশা করছেন দ্রুত সংস্কারের মাধ্যমে জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে। প্রথম বৈঠকটি মূলত পরিচিতিমূলক ছিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেছে। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা খুব পরিষ্কারভাবে বলেছি—জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছেন। এ সভায় সংস্কারের প্রয়োজনীয়তা এবং কমিশনের জমাকৃত রিপোর্টগুলো নিয়ে আলোচনা হয়েছে। দলগুলো কমিশনের সঙ্গে আলাপ-আলোচনা করে একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে।