কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ | Bangla Affairs
০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
হয়রানির অভিযোগ

কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১০:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / 11

স্টার সিনেপ্লেক্স (ফাইল ফটো)

গ্রাহক হয়রানির অভিযোগে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সিনেমা হল স্টার সিনেপ্লেক্সকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) ই-মেইলে শো মোশন লিমিটেডের (যা স্টার সিনেপ্লেক্স নামে পরিচিত) ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের ঠিকানায় অ্যাডভোকেট হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে আগামী তিনদিনের মধ্যে শো মোশন লিমিটেডকে আর্থিক, মানসিক এবং আইনগতভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করায় নগদে ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে আইন ও বিধি অনুসারে শো মোশন লিমিটেডের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে ভোক্তার মহাপরিচালককে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, শো মোশন লিমিটেডের কাছ থেকে অনলাইনে https://ticket.cineplexbd.com/ ওয়েবসাইট থেকে ঢাকার সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে ৩১ মার্চ দুপুর ২টার শো দেখার জন্য ‘বরবাদ’ সিনেমার দুটি টিকিট (বুকিং আইডি ১১০৩৩০২৫০৫৫৮৫৭) এবং ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখার জন্য ‘চক্কর ৩০২’ সিনেমার দুটি টিকিট (বুকিং আইডি ১১০৩৩০২৫০৬০৫৪৪) গত ৩০ মার্চ বিকাশে অগ্রিম পেমেন্ট করে কেনেন অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার।

৩১ মার্চ দুপুর ২টায় ‘বরবাদ’ সিনেমা দেখতে অনলাইনে কেনা টিকিট শো মোশন লিমিটেডের সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে অনলাইনে টিকিট কেনার কনফারমেশন মেসেজ দেখিয়ে সরাসরি সংগ্রহ করে খন্দকার হাসান শাহরিয়ার সিনেমাটি দেখেন।

বরবাদ সিনেমার পোস্টার
বরবাদ সিনেমার পোস্টার

তিনি একই সময় ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখার জন্য অনলাইনে কেনা ‘চক্কর ৩০২’ সিনেমার টিকিটও সংগ্রহ করতে চাইলে সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে জানানো হয়, টেকনিক্যাল সমস্যার কারণে ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের ‘চক্কর ৩০২’ সিনেমার শো বাতিল করা হয়েছে। অনলাইনে কেনা টিকিটের মূল্য বিকাশে ৭ কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়েছে, পরবর্তীসময়ে শো মোশন লিমিটেডের একজন কর্মকর্তা গত ৩১ মার্চ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ০৯৬৭৮৭৭১৩২৫ নম্বর থেকে খন্দকার হাসান শাহরিয়ারকে মোবাইলে ফোনকল করে জানান, টেকনিক্যাল সমস্যার সমাধান করা হয়েছে। ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের ‘চক্কর ৩০২’ সিনেমাটি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে দেখতে কোনো অসুবিধা হবে না। ওই কর্মকর্তা নির্ধারিত সময়ে সিনেমার টিকিট সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে সংগ্রহ করতে বলেন। একই সঙ্গে এ-ও নিশ্চিত করেন যে, অনলাইনে কেনা টিকিটের টাকা রিফান্ডের কোনো নিয়ম শো মোশন লিমিটেডে নেই।

এরপর ১ এপ্রিল দুপুর ২টা ২৩ মিনিটে ০৯৬১৭৬৬০৬৬০ নম্বর থেকে খন্দকার হাসান শাহরিয়ারের মোবাইলে ফোনকল করে শো মোশন লিমিটেডের আরেক কর্মকর্তা জানান, আজকের ‘চক্কর ৩০২’ সিনেমাটি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে টেকনিক্যাল সমস্যার কারণে বাতিল করা হয়েছে। অনলাইনে কেনা টিকিটের টাকা বিকাশে ৭ কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে। এসময় তিনি ৩১ মার্চ সন্ধ্যায় তাকে করা ওই ফোনকলটির বিষয়ে জানালে ওই কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেননি।

চক্কর ৩০২
চক্কর ৩০২ সিনেমার পোস্টার

এমনকি খন্দকার হাসান শাহরিয়ার ‘চক্কর ৩০২’ সিনেমাটি শো মোশন লিমিটেডের অন্য কোনো শাখায় দেখতে চান কি না অথবা অন্য কোনো সিনেমা দেখতে চান কি না তা জেনে ঈদের ছুটির সময়ে আনন্দ উপভোগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
নোটিশে খন্দকার হাসান শাহরিয়ার বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যথাযথ মনিটরিংয়ের ব্যর্থতার কারণেই শো মোশন লিমিটেডে সিনেমা দেখার টিকিট অনলাইনে অগ্রিম কেনার পরও জনগণকে হয়রানি হতে হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি না মেনে এবং নিয়ম-কানুনের তোয়াক্কা না করে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ইচ্ছেমতো খাবারের দাম নির্ধারণ করে দিনের পর দিন গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করা হচ্ছে।

শেয়ার করুন

হয়রানির অভিযোগ

কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ

সময় ১০:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

গ্রাহক হয়রানির অভিযোগে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সিনেমা হল স্টার সিনেপ্লেক্সকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) ই-মেইলে শো মোশন লিমিটেডের (যা স্টার সিনেপ্লেক্স নামে পরিচিত) ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের ঠিকানায় অ্যাডভোকেট হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে আগামী তিনদিনের মধ্যে শো মোশন লিমিটেডকে আর্থিক, মানসিক এবং আইনগতভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করায় নগদে ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে আইন ও বিধি অনুসারে শো মোশন লিমিটেডের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে ভোক্তার মহাপরিচালককে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, শো মোশন লিমিটেডের কাছ থেকে অনলাইনে https://ticket.cineplexbd.com/ ওয়েবসাইট থেকে ঢাকার সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে ৩১ মার্চ দুপুর ২টার শো দেখার জন্য ‘বরবাদ’ সিনেমার দুটি টিকিট (বুকিং আইডি ১১০৩৩০২৫০৫৫৮৫৭) এবং ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখার জন্য ‘চক্কর ৩০২’ সিনেমার দুটি টিকিট (বুকিং আইডি ১১০৩৩০২৫০৬০৫৪৪) গত ৩০ মার্চ বিকাশে অগ্রিম পেমেন্ট করে কেনেন অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার।

৩১ মার্চ দুপুর ২টায় ‘বরবাদ’ সিনেমা দেখতে অনলাইনে কেনা টিকিট শো মোশন লিমিটেডের সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে অনলাইনে টিকিট কেনার কনফারমেশন মেসেজ দেখিয়ে সরাসরি সংগ্রহ করে খন্দকার হাসান শাহরিয়ার সিনেমাটি দেখেন।

বরবাদ সিনেমার পোস্টার
বরবাদ সিনেমার পোস্টার

তিনি একই সময় ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখার জন্য অনলাইনে কেনা ‘চক্কর ৩০২’ সিনেমার টিকিটও সংগ্রহ করতে চাইলে সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে জানানো হয়, টেকনিক্যাল সমস্যার কারণে ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের ‘চক্কর ৩০২’ সিনেমার শো বাতিল করা হয়েছে। অনলাইনে কেনা টিকিটের মূল্য বিকাশে ৭ কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়েছে, পরবর্তীসময়ে শো মোশন লিমিটেডের একজন কর্মকর্তা গত ৩১ মার্চ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ০৯৬৭৮৭৭১৩২৫ নম্বর থেকে খন্দকার হাসান শাহরিয়ারকে মোবাইলে ফোনকল করে জানান, টেকনিক্যাল সমস্যার সমাধান করা হয়েছে। ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের ‘চক্কর ৩০২’ সিনেমাটি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে দেখতে কোনো অসুবিধা হবে না। ওই কর্মকর্তা নির্ধারিত সময়ে সিনেমার টিকিট সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে সংগ্রহ করতে বলেন। একই সঙ্গে এ-ও নিশ্চিত করেন যে, অনলাইনে কেনা টিকিটের টাকা রিফান্ডের কোনো নিয়ম শো মোশন লিমিটেডে নেই।

এরপর ১ এপ্রিল দুপুর ২টা ২৩ মিনিটে ০৯৬১৭৬৬০৬৬০ নম্বর থেকে খন্দকার হাসান শাহরিয়ারের মোবাইলে ফোনকল করে শো মোশন লিমিটেডের আরেক কর্মকর্তা জানান, আজকের ‘চক্কর ৩০২’ সিনেমাটি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে টেকনিক্যাল সমস্যার কারণে বাতিল করা হয়েছে। অনলাইনে কেনা টিকিটের টাকা বিকাশে ৭ কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে। এসময় তিনি ৩১ মার্চ সন্ধ্যায় তাকে করা ওই ফোনকলটির বিষয়ে জানালে ওই কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেননি।

চক্কর ৩০২
চক্কর ৩০২ সিনেমার পোস্টার

এমনকি খন্দকার হাসান শাহরিয়ার ‘চক্কর ৩০২’ সিনেমাটি শো মোশন লিমিটেডের অন্য কোনো শাখায় দেখতে চান কি না অথবা অন্য কোনো সিনেমা দেখতে চান কি না তা জেনে ঈদের ছুটির সময়ে আনন্দ উপভোগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
নোটিশে খন্দকার হাসান শাহরিয়ার বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যথাযথ মনিটরিংয়ের ব্যর্থতার কারণেই শো মোশন লিমিটেডে সিনেমা দেখার টিকিট অনলাইনে অগ্রিম কেনার পরও জনগণকে হয়রানি হতে হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি না মেনে এবং নিয়ম-কানুনের তোয়াক্কা না করে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ইচ্ছেমতো খাবারের দাম নির্ধারণ করে দিনের পর দিন গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করা হচ্ছে।