০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১০:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 4

কেরানীগঞ্জে নারী হত্যা

দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া আগানগর ছোট মসজিদের আমবাগিচা পেছনে বউবাজারে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সীমা আক্তার (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

নিহত সীমা মাদারীপুর সদর উপজেলার বড় কান্দি গ্রামের জলিল বেপারীর মেয়ে এবং তিনি ফল ব্যবসায়ী আক্তার হোসেনের স্ত্রী। তারা আগানগর আমবাগিচা বউবাজার এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সীমা তার ছয় বছর বয়সী মেয়ে সাকিবাকে কোচিং থেকে নিয়ে বাসায় ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা তাকে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সীমাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আক্তার হোসেন বলেন, “আমি দোকানে ছিলাম, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সীমাকে হাসপাতালে নিয়ে আসি।” তিনি আরো বলেন, “সীমার দুটি কানের দুল, স্বর্ণের চেন এবং কিছু টাকা নিয়ে গেছে হত্যাকারীরা। এটা ছিনতাই নাকি অন্য কিছু, আমি বলতে পারছি না।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহটি মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”

শেয়ার করুন

কেরানীগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা

সময় ১০:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া আগানগর ছোট মসজিদের আমবাগিচা পেছনে বউবাজারে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সীমা আক্তার (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

নিহত সীমা মাদারীপুর সদর উপজেলার বড় কান্দি গ্রামের জলিল বেপারীর মেয়ে এবং তিনি ফল ব্যবসায়ী আক্তার হোসেনের স্ত্রী। তারা আগানগর আমবাগিচা বউবাজার এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সীমা তার ছয় বছর বয়সী মেয়ে সাকিবাকে কোচিং থেকে নিয়ে বাসায় ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা তাকে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সীমাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আক্তার হোসেন বলেন, “আমি দোকানে ছিলাম, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সীমাকে হাসপাতালে নিয়ে আসি।” তিনি আরো বলেন, “সীমার দুটি কানের দুল, স্বর্ণের চেন এবং কিছু টাকা নিয়ে গেছে হত্যাকারীরা। এটা ছিনতাই নাকি অন্য কিছু, আমি বলতে পারছি না।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহটি মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”